ETV Bharat / state

Murshidabad Murder Case : কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎমা

author img

By

Published : Feb 22, 2023, 11:26 AM IST

Updated : Feb 22, 2023, 12:07 PM IST

সামশেরগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা ৷ কিশোরীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার সৎমা (Step Mom Kills Girl Child) ৷ বাবা বাড়িতে না-থাকার সুযোগে মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ৷

Mother kills child ETV Bharat
মা খুন করল মেয়েকে

কিশোরীকে শ্বাসরোধ করে খুন করল সৎমা

সামশেরগঞ্জ, 22 ফেব্রুয়ারি: আট বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল সৎমায়ের বিরুদ্ধে । বুধবার সকালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মধ্য চাচণ্ড গ্রামে । মৃত কিশোরীর নাম নাজিফা খাতুন। বয়স 8 বছর । সে স্থানীয় চাচণ্ড জুনিয়র বেসিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করত বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ইতিমধ্যেই অভিযুক্ত সৎমা লালমন বিবিকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে (Step Mother arrested) ।

মেয়েকে খুন করল সৎমা: পরিবার সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখের প্রথম পক্ষের স্ত্রী মানসিক ভারসাম্যহীন ৷ তাই তিনি বছর তিনেক আগে সুতি থানার ছাপঘাঁটি এলাকার লালমন বিবি নামে আরেক মহিলাকে বিয়ে করেন । প্রথম পক্ষের তিন সন্তান রয়েছে আলাউদ্দিনের ৷ ওই তিন সন্তানকেই নিয়ে নাকি আলাউদ্দিনের সঙ্গে ঝামেলা করতেন দ্বিতীয় স্ত্রী লালমন বিবি । মঙ্গলবার রাতে সামান্য কথা কাটাকাটিও হয় তাঁদের মধ্যে বলে জানা গিয়েছে ।

বাবার বাড়িতে না থাকার সুযোগে শ্বাসরোধ করে খুন: সূত্রের খবর, রাতে বাড়িতে ছিলেন না-আলাউদ্দিন শেখ । তখনই ওই কিশোরীকে তার সৎমা লালমন বিবি শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ । পরের দিন সকালে বাবা বাড়ি ফিরতেই কার্যত হইচই শুরু হয়ে যায় । মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান তিনি ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ ৷ পাশাপাশি অভিযুক্ত সৎমাকে আটক করে নিয়ে যান পুলিশ আধিকারিকরা । অভিযুক্ত সৎমায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কিশোরীর পরিবারে ৷

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ, মুখ বন্ধ রাখার মূল্য '20' টাকা

Last Updated :Feb 22, 2023, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.