ETV Bharat / state

Minor Girl Rape: নাবালিকাকে ধর্ষণ, মুখ বন্ধ রাখার মূল্য '20' টাকা

author img

By

Published : Feb 21, 2023, 9:57 PM IST

Minor Girl Rape
প্রতীকী ছবি

স্কুলে যাওয়ার পথে টোটোয় তুলে নিয়ে গিয়ে নাবালিকে ধর্ষণের অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে (minor girl rape in South 24 Parganas) ৷ মুখ বন্ধ রাখতে নাবালিকাকে ধমক ও 20 টাকা দেওয়ার অভিযোগ ৷ এমনকী প্রাণনাশের হুমকি ৷ গ্রেফতার অভিযুক্ত ৷

ক্যানিং, 21 ফেব্রুয়ারি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে (Youth arrested for allegation of minor girl rape) । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় । ধর্ষণের পর চতুর্থ শ্রেণির ওই নাবালিকাকে কুড়ি টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথাও বলে অভিযুক্ত ৷ এমনকী ধমকও দেয় কাউকে ঘটনাটি না জানাতে ৷

স্থানীয় ও পরিবারের অভিযোগ, চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল ৷ সেই সময়েই বছর দশেকের ওই নাবালিকাকে স্থানীয় এক যুবক আবু কাসেম সর্দার টোটোয় করে ক্যানিং কলেজ এলাকার তাঁর দোকানে নিয়ে যায় ৷ দোকান বন্ধ করে ওই নাবালিকাকে কয়েক ঘন্টা আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ তারপর ওই নাবালিকাকে 20 টাকা দেয় অভিযুক্ত যুবক । ঘটনার কথা কাউকে না-জানাতে বলে ৷ জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযুক্ত ৷

এরপর বাড়িতে গিয়ে ওই নাবালিকা কান্নাকাটি করলে, পরিবারের লোকজন কারণ জানতে চায় ৷ তখনই ওই নাবালিকা তাঁর মায়ের কাছে ঘটনাটি বলে ৷ এরপরে ওই যুবকের নামে ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতেই ক্যানিং থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । পুরো বিষয়টি তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ । এদিকে এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে ।

আরও পড়ুন: 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তারকেশ্বরে অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলে

প্রসঙ্গত, অতীতে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ উঠে এসেছে । বাদ যায়নি নাবালিকারাও । কখনও হাঁসখালি, কখনও মাটিয়া ধর্ষণের অভিযোগ শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে । নিন্দায় সরব হয়েছিল বিভিন্ন মহল । প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি নিয়েও । হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল । কোনও মামলায় তদন্তভার হাইকোর্ট তুলে দিয়েছে সিবিআই-এর হাতে, আবার কোনও মামলার তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের দুঁদে আধিকারিক দময়ন্তী সেনের হাতে। এবার ক্যানিংয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগে ফের ঘুরেফিরে আসছে রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.