ETV Bharat / state

Left-Cong Candidates Join TMC: তৃণমূলে যোগদান বাম-কংগ্রেসের জয়ী পাঁচ সদস্যের

author img

By

Published : Jul 30, 2023, 5:22 PM IST

সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম-কংগ্রেস থেকে জয়ী 5 সদস্য। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ।

ETV Bharat
তৃণমূলে যোগদান 5 জয়ী প্রর্থীর

তৃণমূলে যোগদান বাম-কংগ্রেসের জয়ী পাঁচ সদস্যের

সামশেরগঞ্জ, 30 জুলাই: নির্বাচন শেষ হতেই পালাবদল শুরু রাজনৈতিক কর্মীদের ৷ এবার সামশেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচনের 5 জয়ী প্রার্থী ৷ রবিবার সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে শাসকদলের পতাকা তুলে নেন চারজন কংগ্রেস ও একজন সিপিএম প্রার্থী ৷ বিধায়কের বাসভবনে গিয়ে এই প্রার্থীরা যোগদান করেছেন ৷

এদিন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বাসভবনে গিয়ে জোড়াফুল শিবিরে যোগদান করেন প্রতাপগঞ্জ অঞ্চলের জয়ী 3 কংগ্রেস প্রার্থী মহম্মদ এনামুল হক, গোকুল কুমার দাস, মলি খাতুন ৷ সিপিআইএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান । ভাসাইপাইকর অঞ্চলের কংগ্রেস থেকে জয়ী আশরাফুল হক তৃণমূলে যোগদান করেছেন ৷ এই অনুষ্ঠনে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ।

আরও পড়ুন: বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ, ম্যাজিক ফিগারে শাসকদল

ভোটের মাত্র কয়েকদিন যেতে না-যেতেই বিরোধী দলের প্রতীকে জয়লাভ করার পরেই একের পর এক বাম-কংগ্রেস সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে । বাম-কংগ্রেসের অভিযোগ, টাকার প্রলোভনের পাশাপাশি ভয় দেখিয়েই তাদের দলে টানা হয়েছে । এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, "চারজন কংগ্রেস ও একজন সিপিএম প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতআজ তৃণমূল কংগ্রেসে যোগ করল ৷ আমরা তাদের দলে স্বাগত জানাচ্ছি ৷"

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা আটকে আছে। এরমধ্যে মুর্শিদাবাদে ত্রিস্তর বোর্ড গঠনের দিন ধার্য হয়ে গিয়েছে। আগামী 8-11 জুলাইয়ের মধ্যে মুর্শিদাবাদের 250টি পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে । 12-14 জুলাই গঠন করা হবে 26টি পঞ্চায়েত সমিতির বোর্ড । আর 14 তারিখ মুর্শিদাবাদ জেলা পরিষদ গঠনের দিন ধার্য করা হয়েছে । কিন্তু তার আগে বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু অবস্থায় ঝুলছে । এরমধ্যে শুরু হয়েছে দলে টানার খেলা । দলবদলের খেলা দিয়েই পঞ্চায়েত গঠনের লক্ষ্য পূরণে নেমেছে রাজ্যের শাসক দল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.