ETV Bharat / state

Teacher Transfer in Murshidabad : দুই শিক্ষিকার বদলি, স্কুল বন্ধের আশঙ্কায় অভিভাবকরা

author img

By

Published : Jan 4, 2022, 11:02 PM IST

Updated : Jan 6, 2022, 10:18 PM IST

murshidabad
শিক্ষিকাদের বদলির জন্য স্কুল বন্ধে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা

দুইজন শিক্ষিকার উপর ভরসা করে চলছিল স্কুল ৷ তাঁদের বদলির নির্দেশ আসতেই স্কুল বন্ধের আশঙ্কা করছেন পড়ুয়া ও অভিভাবকরা (school may shut down due to teachers transfer) ৷

বড়ঞা, 4 জানুয়ারি : দুই শিক্ষিকার বদলিতে বন্ধ হওয়ার মুখে স্কুল (school close news in murshidabad) ৷ এমনই পরিস্থিতি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের গ্রামশালিকা জুনিয়র গার্লস হাইস্কুলের ৷ স্কুল বন্ধ হওয়ার আগে পড়ুয়াদের অন্য স্কুলে বদলির প্রক্রিয়া শুরু হতেই অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান ৷

2010 সালে বড়ঞা প্রাথমিক শিক্ষাচক্রের তত্ত্বাবধানে এই বিদ্যালয়টি গড়ে ওঠে ৷ তারপর চারজন শিক্ষিকাকে নিয়োগ করা হলেও বর্তমানে দু'জন শিক্ষিকার দ্বারাই পঠন-পাঠন চলছিল কোনওরকমে । এই দুই শিক্ষিকার বদলির নির্দেশ আসায় মঙ্গলবার তাঁরা স্কুলের পড়ুয়াদের অন্য স্কুলে স্থানান্তরিত করার জন্য সার্টিফিকেট দেওয়ার কাজ করছিলেন ৷

আরও পড়ুন : Bombs Recover from Murshidabad : মুর্শিদাবাদে রাজ্য সড়কের পাশ থেকে 18টি বোমা উদ্ধার

সেই সময়ই স্কুলের মধ্যে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ তাঁদের দাবি, শিক্ষকের অভাবে গ্রামের একমাত্র স্কুলটি বন্ধ হয়ে গেলে ছাত্র-ছাত্রীরা অনেক অসুবিধায় পড়বে । গ্রামের ক্ষতি হবে ।

যদিও স্কুলের শিক্ষিকা বুবাই ঘোষ জানান, শিক্ষিকার অভাবে তো স্কুল চলতে পারে না তাই পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে কথা বলে তাদের অন্যত্র কাছাকাছি স্কুলে ট্রান্সফারের জন্য সার্টিফিকেট দেওয়া হয় ৷ অভিভাবকদের বিষয়টি বোঝালেও তাঁরা বুঝতে চাননি ৷

তবে গ্রামের এই স্কুলটি চালু রাখার জন্য দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে পড়ুয়া ও অভিভাবকেরা ।

আরও পড়ুন : TMC inner conflict in Burwan : বাড়ি-গাড়ি কীভাবে ; দলেরই দুই নেতার বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক

Last Updated :Jan 6, 2022, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.