ETV Bharat / state

TMC inner conflict in Burwan : বাড়ি-গাড়ি কীভাবে ; দলেরই দুই নেতার বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক

author img

By

Published : Jan 2, 2022, 8:34 AM IST

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা খোলা মঞ্চে আক্রমণ করলেন দলের ব্লক সভাপতি এবং যুব সভাপতিকে ৷ (TMC MLA criticises two TMC leaders)

TMC MLA Jiban Krishna Saha
তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা

বড়ঞা, 2 জানুয়ারি : দিন কয়েক আগে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে পুলিশের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামিলা রুজু করে ভরতপুর থানার পুলিশ । গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল ৷ শনিবার ব্লক সভাপতি ও যুব সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিতর্কে জড়ালেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha criticises two TMC leaders) । ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের কলহ । বিধায়কের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল তুঙ্গে ।

বিধানসভার প্রার্থী পদ নিয়ে নির্বাচনের আগে থেকেই বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ ও যুব সভাপতি মাহে আলমের ব্যবধান তৈরি হয় । মাসখানেক আগে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা মন্ত্রী সুব্রত সাহা ও বিধায়ক জীবনকৃষ্ণ সাহার উপর হামলার অভিযোগ ওঠে গোলাম মোর্সেদ ও মাহে আলমের বিরুদ্ধে । হামলার ঘটনায় দু'জন তৃণমূল বিধায়কের নামে থানায় অভিযোগও দায়ের করা হয় ।

বাড়ি-গাড়ি কীভাবে ; দলেরই দুই নেতার বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক

আরও পড়ুন : TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা

দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিধায়ককে ডাকা হয়নি । ব্লক কার্যালয় থেকে তিন কিমি দূরে অনুগামীদের নিয়ে আলাদা সভা করেন বিধায়ক । সেখানেই নাম না করে ব্লক সভাপতি ও যুব সভাপতিকে আক্রমণ করেন জীবনকৃষ্ণ সাহা । ওই দুই নেতার বাড়ি-গাড়ি হল কীভাবে, সেই প্রশ্ন তোলেন ৷ যদিও একে ব্যক্তিগত আক্রমণ বলে পাশ কাটিয়ে গিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.