ETV Bharat / state

Death in Bomb Explosion: বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু একজনের, কাঠগড়ায় তৃণমূল

author img

By

Published : Jun 24, 2023, 3:21 PM IST

bomb blast in Murshidabad
বোমা বিস্ফোরণ

পাঁচ শিশুর আহত হওয়ার ঘটনার পর ফের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ ৷ এবার ঘটনাস্থল বেলডাঙা ৷ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে ৷ তাতে মৃত্যু হয়েছে একজনের ৷ আহত বেশ কয়েকজন ৷

বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু একজনের

বেলডাঙা, 24 জুন: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল একজনের । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার মহ্যমপাড়ার । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আলিম শেখ । বাড়ি বেলডাঙা থানার কাপাসডাঙায় । বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন আলিম ৷ তাঁকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আলিমকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে । পুলিশ হাসপাতাল থেকে আলিমের দেহ উদ্ধার করে নিয়ে এসেছে । বোমা বাঁধার ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সফিউর জামান ।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর থেকে জনাকয়েক লোক মহ্যমপাড়ায় পাটের জমিতে বোমা বাঁধছিলেন । সেই সময় অসর্তকতাবশত একটি বোমা ফেটে যায় ৷ সেই বিস্ফোরণ থেকে আগুন লেগে মজুত বাকি বোমা ফেটে জোরালো শব্দে বিস্ফোরণ ঘটে । ঘটনায় বেশ কয়েকজন জখম হন । মৃত্যু হয় একজনের । বেলডাঙার প্রাক্তন কংগ্রেস বিধায়ক বলেন, "তৃণমূলের দাদারা ভাড়াটিয়ে বোমা প্রস্তুতকারকদের দিয়ে বোমা বানাচ্ছিল ।" পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য বোমা বানানো হচ্ছিল বলে অভিযোগ কংগ্রেসের । তবে তাদের অভিযোগকে মানতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের নেতা অশোক দাস বলেন, "তৃণমূলকে সন্ত্রাস করে ভোটে জিততে হয় না । উন্নয়নই যথেষ্ট । খুন-সন্ত্রাসের রাজনীতি বাম ও কংগ্রেসের কালচার ।"

উল্লেখ্য, বেলডাঙা ব্লক বোমা তৈরির কুটির শিল্প হিসাবেই পরিচিত । পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা, লোকসভা সারা জেলায় বোমা সরবরাহ হয় বেলডাঙা থেকেই । বিশেষ করে কাপাসডাঙা, মির্জাপুর বোমা শিল্পীদের ঠিকানা হিসাবে পুলিশের খাতায় নাম রয়েছে । গত বিধানসভা নির্বাচনের দিনেও বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল একজনের । এবারও জেলা পুলিশের বিশেষ নজর রয়েছে বেলডাঙার উপর ।

আরও পড়ুন: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম যুবক

এ দিনের ঘটনায় মৃত ও জখম একজনকে উদ্ধার করেছে পুলিশ । বাকি চারজনকে গোপনে স্থানীয় কোন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান পুলিশের । তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ । এদিকে বোমা বাঁধতে গিয়ে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে কংগ্রেস তৃণমূল তরজা। প্রসঙ্গত, কয়েকদিন আগে ফরাক্কায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল পাঁচ শিশু ৷ সেই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ৷ এমনকী রাজ্য নির্বাচন কমিশনের কাছে ঘটনাস্থল পরিদর্শনে আসার অনুমতি চেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.