ETV Bharat / state

লোক ঠকানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত OC-সহ 10

author img

By

Published : Sep 5, 2019, 3:33 PM IST

লোক ঠকানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত OC-সহ 10

খলিলাবাদে বিভিন্ন রোগের ওষুধ দেওয়ার নামে লোক ঠকাচ্ছিলেন আমজাদ শেখ নামে এক ব্যক্তি ৷ খবর পেয়ে আজ সকালে সেখানে যান হরিহরপাড়া থানার OC আবদুল সালাম ৷ লোক ঠকানো বন্ধ করতে গেলে উত্তেজিত জনতার সাথে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের ৷

হরিহরপাড়া, 5 সেপ্টেম্বর : লোক ঠকানো বন্ধ করতে গিয়ে খণ্ডযুদ্ধ পুলিশ ও উত্তেজিত জনতার ৷ সাধারণ মানুষের হাতে আক্রান্ত হরিহরপাড়া থানার OC ৷ তাঁর নাম আবদুল সালাম । ঘটনায় OC ও সিভিক ভলান্টিয়রসহ মোট 10 জন জখম হন ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুরের খলিলাবাদের ঘটনা ৷ আক্রান্তদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

পুলিশের তরফে জানা যায়, খলিলাবাদে বিভিন্ন রোগের ওষুধ দেওয়ার নামে লোক ঠকাচ্ছিলেন আমজাদ শেখ নামে এক ব্যক্তি ৷ ক্যান্সারসহ অন্য নানা রোগের ওষুধ রয়েছে তাঁর কাছে । দাবি করেছিলেন আমজাদ । করছিলেন ব্যবসাও । সেই ফাঁদে পা দেয় এলাকার লোকজন । তারা বিশ্বাস করতে শুরু করে, ওষুধে কাজ হবে । এভাবে লোক ঠকানোর খবর যায় পুলিশের কাছে ।

আজ সকালে সেখানে যান হরিহরপাড়া থানার OC আবদুল সালাম ৷ লোক ঠকানো বন্ধ করে এলাকার লোকজনকে বোঝাবেন । এই ছিল তাঁর উদ্দেশ্য । কিন্তু, হিতে বিপরীত হয় । এলাকার লোকজন আক্রমণ করে OC-কে । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও শুরু হয় ৷ মাথায় চোট পেয়ে মাটিতে পড়ে যান OC আবদুল সালাম । তখন তাঁকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা ৷ জখম OC-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিকে এরইমধ্যে আমজাদ শেখ নামে ওই ব্যাক্তি এলাকা থেকে চম্পট দেয় । পুলিশ তার খোঁজ চালাচ্ছে ৷

ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় ৷ রাস্তা অবরোধ করে এলাকার লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে । পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায় ৷

Intro:বুজরুকি বন্ধ করতে গিয়ে আক্রান্ত থানার ওসি। জখম আরও দশ পুলিশ কর্মী। Body:হরিহরপাড়া - ক্যান্সার সহ বিভিন্ন রোগের দাওয়াইয়ের নামে বুজরুকি বন্ধ করতে আক্রান্ত হরিহরপাড়ার থানার ওসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতাল। ঘটনাউ সিভিক ভলেন্টিয়াররা সহ জখম আরও দশজন। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হরিহরপাড়া থানার সরুপপুর। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। পরিস্থিতি কার্যত পুলিশের আয়ত্বের বাইরে চলে যেতে বসেছে।
আমজাদ শেখ নামে একজন বেশ কিছুদিন থেকে খলিলাবাদে জাঁকিয়ে বসে রোগের দাওয়াই হিসাবে দইপড়া দিচ্ছিলেন। ক্যান্সার সহ বিভিন্ন রোগের দাওয়াই হিসাবে ওই একটাই ওষধ দই পড়া। বুজরুকিতে বিশ্বাস করে ভিড় জমছিল খলিলাবাদে। সাধারণ মানুষের বিশ্বাস ওষধে কাজ হচ্ছিল।
এদিন সকালে সেখানে যান হরিহরপাড়া থানার ওসি আবদুল সালাম। বাহিনী নিয়ে বুজরুকি বন্ধ করতে গেলেই শুরু হয়ে যায় ধুন্ধুমার। উত্তেজিত মানুষ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। মাথায় চোট পেয়ে মাটিতে পড়ে গেলে আব্দুল সালামিকে বেধড়ক মারধর করে স্থানীয় মানুষ। ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সহ আরও দশজন জখম হয়। পুলুশের সঙফে শুরু হয় খন্ডযুদ্ধ। পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তা অবরোধে নামে স্থানীয় বাসিন্দা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। উত্রেজনা চলছে বলেই জানা গিয়েছে। আমজাদ শেখ নামে ওই ব্যাক্তি এলাকা ছাড়া। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।Conclusion:এলাকায় চরম উত্তেজনা। রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। পুলিশের সঙ্গে খন্ড দ্ধ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.