ETV Bharat / state

Murshidabad Medical college Hospital: মুর্শিদাবাদ মেডিক্যালে সদ্যজাত বদলের অভিযোগ

author img

By

Published : Jun 18, 2022, 8:24 PM IST

সদ্যজাত বদলের অভিযোগ ঘিরে তোলপাড় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর (Newborn exchange allegation against Murshidabad Medical college Hospital)৷

Newborn exchange allegation against Murshidabad Medical college Hospital
Murshidabad Medical college Hospital

বহরমপুর, 18 জুন: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে সদ্যজাত বদলের অভিযোগ উঠল (Newborn exchange allegation)। ঘটনায় তোলপাড় হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Murshidabad Medical college Hospital)। ডিএনএ টেস্টের দাবি জানিয়ে প্রসূতির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানাতেও ।

সদ্যজাত বদলের অভিযোগ ঘিরে তোলপার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর

শুক্রবার সকাল আটটা নাগাদ নবগ্রাম থানার গোপগ্রামের বাসিন্দা প্রতুল ঘোষের স্ত্রী সীমা ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসব যন্ত্রনা নিয়ে ভর্তি করা হয় । শনিবার সকালে সীমা ঘোষ সন্তানের জন্ম দেন । পরিবারের দাবি, নার্স সীমা ঘোষকে জানান তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছে । কিছুক্ষণ পর শিশু সন্তানকে পরিষ্কার করে মায়ের কোলে প্যাম্পার্স পরিয়ে ফিরিয়ে দেওয়া হয় । এরপর সীমা ঘোষ জানতে পারেন তাঁকে কন্যা সন্তান দেওয়া হয়েছে । এ বিষয়ে নার্সদের জিজ্ঞাসা করলে তাঁরা কোনও উত্তর না দিয়েই চলে যায় ।

এই ঘটনায় সীমা ঘোষের স্বামী প্রতুল ঘোষ সন্তান বদলের অভিযোগ এনেছেন । সদ্যজাতের ডিএনএ পরীক্ষার জন্য সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার (Newborn exchange allegation against Murshidabad Medical college Hospital)।

আরও পড়ুন : Bhagirathi River Erosion : ভাগীরথীতে ভাঙন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আতঙ্কে প্রহর গুনছেন 50টি পরিবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.