ETV Bharat / state

Theft in Samsherganj Temples: দুটি মন্দির থেকে চুরি গেল 50 ভরি সোনা ও রুপোর গয়না

author img

By

Published : Dec 6, 2022, 11:20 AM IST

jewelery-and-valuables-stolen-from-two-temples-in-samsherganj-at-late-night
jewelery-and-valuables-stolen-from-two-temples-in-samsherganj-at-late-night

সামশেরগঞ্জের রাধাকৃষ্ণ ও কালীমন্দির থেকে প্রায় 50 ভরি সোনা ও রুপোর গয়না চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে (Jewelery and Valuables Stolen from Two Temples in Samsherganj) ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

সামশেরগঞ্জ, 6 ডিসেম্বর: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক রাতে দু’টি মন্দির থেকে চুরি প্রায় 50 ভরি সোনা ও রুপোর গয়না (Jewelery and Valuables Stolen from Two Temples in Samsherganj) ৷ সোমবার গভীর রাতে নিমতিতা পঞ্চায়েতের ধুসরীপাড়া আনন্দধাম মন্দির এবং কালীমন্দির থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না, প্রণামি বাক্সের টাকা-সহ দুই মন্দিরের বেশকিছু সামগ্রী চুরি গিয়েছে ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সমাশেরগঞ্জ থানার পুলিশ ৷

এদিন সকালে দুই মন্দিরের দরজা খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে ৷ সামশেরগঞ্জের আনন্দধাম রাধাকৃষ্ণের মন্দির কর্তৃপক্ষ অভিযোগ করেছে, মন্দিরের দরজা খুলতে গিয়ে তাঁরা দেখেন তালা ভাঙা এবং মন্দিরের ভিতরে সব লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ মন্দিরের কৃষ্ণমূর্তিতে থাকা সোনার বাঁশি-সহ প্রায় দশ ভরি সোনা ও কুড়ি ভরি রুপোর গয়না চুরি গিয়েছে ৷

গভীর রাতে সামশেরগঞ্জের 2টি মন্দিরে চুরি বিপুল পরিমাণ গয়না ও মূল্যবান সামগ্রী

অন্যদিকে, সোমবার রাতেই ধুসরীপাড়া কালীমন্দিরেও প্রায় একই ছবি ৷ মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, সেখান থেকে 10 ভরি সোনা ও 10 ভরি রুপোর গয়না চুরি গিয়েছে ৷ খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দু’টি মন্দিরেই তদন্ত শুরু করেছে ৷ তবে, এটাই প্রথম নয় ৷ সম্প্রতি সামশেরগঞ্জের তিনপাকুরিয়া এলাকায় একটি মন্দির থেকে 12 ভরি সোনা ও 20 ভরি রুপোর গয়না চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল ৷ পুলিশ এখনও সেই চুরির ঘটনার কোনও কিনারা করতে পারেনি ৷ তার আগেই সোমবার গভীর রাতে নিমতিতা পঞ্চায়েত এলাকায় একসঙ্গে দু’টি মন্দির থেকে দামী গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার ঘটনা ঘটল ৷

আরও পড়ুন: আমডাঙা করুণাময়ী মন্দিরের চুরি যাওয়া গয়না কর্তৃপক্ষের হাতে তুলে দিল পুলিশ

এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ৷ মাত্র কয়েকদিনের মধ্যে 3টি মন্দির থেকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে ৷ পুলিশ সূত্রে খবর, মাত্র কয়েকদিনের মধ্যে 3টি মন্দির থেকে একইভাবে চুরি কাকতালীয় নয় বলে অনুমান তদন্তকারীদের ৷ মনে করা হচ্ছে এই সব চুরির পিছনে কোনও একটি নির্দিষ্ট দল যুক্ত থাকতে পারে ৷ তবে, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.