ETV Bharat / state

Woman Jumps into River with Son: কোলের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা! চলছে তল্লাশি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 2:48 PM IST

Woman tries to commit suicide
মহিলা আত্মহত্যার চেষ্টা

সামশেরগঞ্জে বছর তিনেকের সন্তানকে নিয়ে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ এক গৃহবধূর ৷ তাঁদের খোঁজে চলছে তল্লাশি ৷ পারিবারিক অশান্তির জেরে মহিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান স্থানীয়দের ৷

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ গৃহবধূর

সামশেরগঞ্জ, 2 সেপ্টেম্বর: বছর তিনেকের সন্তানকে নিয়ে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিলেন এক গৃহবধূ । শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ফিডার ক্যানেলের চাঁদপুর পল্টন ব্রিজে । ব্যাংকের পাস বই থেকে জানা গিয়েছে, ওই মহিলার নাম সাবিনা ইয়াসমিন । খবর পেয়ে ফিডার ক্যানেলে এসেছে সামশেরগঞ্জ থানার পুলিশ । জারি রয়েছে তল্লাশি অভিযান ৷ তবে এখনও গৃহবধূ ও তাঁর শিশুটির কোনও খোঁজ মেলেনি ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে ব্রিজের উপর থেকে আচমকাই ফিডার ক্যানেলে ঝাঁপ দেন ওই মহিলা । যার জেরে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় আশেপাশের বহু মানুষজন ৷ এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ । খবর দেওয়া হয় ডুবুরি টিমকে । তারা জলে নেমে তল্লাশি শুরু করে ৷ কিন্তু ওই জায়গায় জলের স্রোত থাকায় তলিয়ে যাওয়ার তাঁদের আশংকা করা হচ্ছে ৷ তবে জলে ভাসতে দেখা গিয়েছে একটি ব্যাংকের পাস বই ও জুতো । ওই পাস বই থেকেই জানা গিয়েছে মহিলার নাম ৷ কিন্তু শিশুটির কোনও নাম পরিচয় পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: স্বামীর সঙ্গে ফোনে ঝগড়া, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

এ দিকে চাঁদপুর পল্টন ব্রিজ থেকে শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । নৌকা নিয়ে উদ্ধার কাজে নেমেছেন স্থানীয় মানুষজনও । বেশ খানিকটা সময় পেরলেও এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া শিশু ও মহিলার কোনও হদিশ না মেলায় উদ্বিগ্ন এলাকার মানু৷জন । স্থানীয়দের ধারনা পারিবারিক অশান্তির জেরেই কোলের সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা ৷ তার জেরেই তিনি নদীতে ঝাঁপ দেন । তবে অশান্তির কারণ এখনও জানা যায়নি । মহিলার বাড়ির লোকেরও কোনও খোঁজ মেলেনি এখনও ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.