ETV Bharat / state

Panchayat Elections 2023: বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ! মৃত কংগ্রেস কর্মী

author img

By

Published : Jul 6, 2023, 2:48 PM IST

Updated : Jul 6, 2023, 4:37 PM IST

বেলডাঙায় বিস্ফোরণে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়ে বোমাটি ফেটে গেলে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত কংগ্রেস কর্মী

বেলডাঙা, 6 জুলাই: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর । পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষবেলায় বিস্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙার মহেশপুর ।

জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় কামাল শেখ নামে এক ব্যক্তির । মৃতের বাড়ি মহেশপুর এলাকায় বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল রাতে । দেহটি পড়েছিল ওই এলাকায় । বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা বেলডাঙা থানায় খবর দেওয়া হয় ৷ বেলডাঙা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহটি পাঠানো হয়েছে । মৃত কামাল শেখ বেলডাঙা-1 পঞ্চায়েত সমিতির প্রার্থী জুলেখা বিবির ঘনিষ্ঠ ছিলেন ।

মনোনয়ন জমা দেওয়া পর্ব থেকেই উত্তপ্ত বেলডাঙা । ওই এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই । গতকালও বাড়ির ছাদে বোমা বাঁধতে গিয়ে জখম হন দুজন । সালার থেকে বোমা বাঁধতে এসে আহত হন দুজন । মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বেলডাঙ্গা- 2 ব্লকের সোমপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘোল্লা হাই মাদ্রাসার কাছে । কোরাল পুকুরে 163 নং বুথের কংগ্রেস প্রার্থী হায়দার মল্লিকের বাড়ির দোতলায় বোমা বাঁধা হচ্ছিল বলে অভিযোগ । সেই সময় অসতর্কতাবশত বোমা ফেটে যায় । বিস্ফোরণে জখম হন দুজন । তাঁদের নাম জামিরুল শেখ ও শেরফুল মোল্লা । দুজনেরই বাড়ি সালার থানা এলাকায় ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের প্রায় 48 ঘণ্টা আগে বীরভূমে বিজেপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল

এরপর বুধবার রাতেও বোমা বাঁধা চলছিল একটি মাঠে । রাতে আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার মানুষ । এরপর বৃহস্পতিবার সকালে ওই মাঠে একটি ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায় । জানা গিয়েছে, মৃত ব্যক্তি কংগ্রেস কর্মী ৷ নাম কামাল শেখ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম ।

Last Updated : Jul 6, 2023, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.