ETV Bharat / state

Gold Smuggler Arrested: বিএসফের তৎপরতায় সীমান্তে ব্যর্থ সোনা পাচারের চেষ্টা, মুর্শিদাবাদে ধৃত এক

author img

By

Published : Feb 27, 2023, 7:37 PM IST

ETV Bharat
ধৃত পাচারকারী

মুর্শিদাবাদের বহরমপুরের কাছে সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল বিএসএফ ৷ উদ্ধার হয়েছে 14টি সোনার বিস্কুট (BSF recovered gold biscuits) ৷

কলকাতা/ বহরমপুর, 27 ফেব্রুয়ারি: ফের বহুমূল্যের সোনার বিস্কুট উদ্ধার সীমান্তে । প্রায় এক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে পাচারকারিকে । জানা গিয়েছে, রবিবার রাতে মুর্শিদাবাদের বহরমপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে 14টি সোনার বিস্কুট পাচারের পরিকল্পনা করেছিল চোরাকারবারীরা ৷ তবে তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেয় বিএসএফ (BSF) ৷ ধৃত পাচারকারী ও বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে (Gold Smuggling Attempt) ৷

ধৃত পাচারকারীর নাম কবিরুল মণ্ডল, বয়স 24 বছর। সে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। জানা গিয়েছে, 14টি সোনার বিস্কুটকে 28টি টুকরো করা হয়েছিল পাচারের জন্য ৷ যেগুলির মোট ওজন 1 কেজি 632 গ্রাম ৷ যার আনুমানিক মূল্য 93 লক্ষ 76 হাজার টাকা ৷ রবিবার বিএসএফ-এর চরভদ্র ঘাঁটি, 141 ব্যাটালিয়নের ক্যাম্পের কাছে ঘটনাটি ঘটে (Smuggling Attempt in Murshidabad) ৷

জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই রবিবার ওই পাচারকারীকে ধরে সীমান্তরক্ষী বাহিনী ৷ ধৃত কবিরুল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ওই এলাকার কয়েকজন চোরাকারবারীর নামও জানতে পেরেছেন তদন্তকারীরা। এদের মধ্যে দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা জাকির শেখ, নিউটন শেখ, রহিম শেখ, সেলিম শেখ ও ইব্রাহিম মণ্ডলের নাম রয়েছে । বিএসএফ জওয়ানরা এই সমস্ত পাচারকারীদের ধরতে অভিযান শুরু করেছে (Smuggler arrested) ।

আরও পড়ুন: বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা বিএসএফের উপর, রক্তাক্ত দুই জওয়ান

বিএসএফ-এর 141 ব্যাটেলিয়নের কম্য়ান্ডিং অফিসার জওয়ানদের এই সাফল্যে খুশি ৷ তিনি জানান, সীমান্তে যে বিএসএফ জওয়ানরা সজাগ রয়েছেন এই ঘটনা তার প্রতিফলন মাত্র ৷ তিনি জনগণকে কোনও অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না-করার আহ্বান জানিয়েছেন । জওয়ানরা যে সীমান্তে যে কোনও রকম বেআইনি কার্যকলাপ রুখতে তৎপর তাও জানান তিনি ৷ দোষীদের ছাড়া হবে না বলেও জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.