ETV Bharat / state

Bangladeshis attack BSF: বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা বিএসএফের উপর, রক্তাক্ত দুই জওয়ান

author img

By

Published : Feb 27, 2023, 11:59 AM IST

বাংলাদেশিদের হামলার শিকার বিএসএফ (Bangladeshis attack BSF) ৷ এই ঘটনায় সীমান্তে দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন ৷

BSF File pic
বিএসএফের উপর হামলা

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ফের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় কৃষকদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ (BSF) জওয়ানদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার অভিযোগ । এই হামলায় দুই জওয়ান গুরুতর জখম হয়েছেন । ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণবঙ্গ সীমান্তের মুর্শিদাবাদ জেলার 35 ব্যাটালিয়নের সীমা চৌকি নির্মলচর এলাকায় । ভারতীয় কৃষকদের অভিযোগ, বাংলাদেশিরা (Bangladeshis) গবাদি পশু চরানোর জন্য তাদের জমিতে প্রবেশ করে এবং ইচ্ছাকৃতভাবে তাদের ফসলের ক্ষতি করে ।

কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে জওয়ানরা তাদের সুরক্ষার জন্য সীমান্তের কাছে একটি অস্থায়ী পোস্ট তৈরি করেছে । যাতে ভারতীয় কৃষক নির্ভয়ে তাদের জমিতে চাষের কাজ করতে পারে । প্রতিদিনের মতো রবিবার সীমা চৌকি নির্মলচরের জওয়ানরা সীমান্তে কর্তব্যরত ছিলেন । কিন্তু, আচমকা বাংলাদেশ দিক থেকে শতাধিক দুষ্কৃতী ভারতীয় অংশে প্রবেশ করে বলে অভিযোগ । লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর হামলা চালায় তারা । জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা বাংলাদেশে পালিয়ে যায় (Bangladeshi attack) ।

দুষ্কৃতীদের হামলাতেই 2 জওয়ান গুরুতর আহত হন । খবর পেয়ে জওয়ানদের দ্রুত সেখান থেকে নিয়ে গিয়ে নিকটবর্তী হাসপাতাল ভরতি করা হয় । ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ আধিরারিকরা দ্রুত বিজিবি কর্তাদের বিষয়টি জানান । একটি বৈঠকের আয়োজন করতে বলা হয় । যাতে বাংলাদেশি দুর্বৃত্তদের কাছ থেকে জওয়ানদের অস্ত্র উদ্ধার করা যায় এবং ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় ।

এর আগেও ভারতীয় কৃষকদের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে ৷ এমনকী বাংলাদেশিরা জোর করে ভারতীয় জমিতে তাদের গবাদি পশু চরাতে এসেছে । বিজিবিকেও এ বিষয়ে বলা হয়েছে । কিন্তু বিজিবি এ ধরনের ঘটনা বন্ধ করতে সুনির্দিষ্ট কিছু করেনি বলে অভিযোগ বিএসএফের । একই সঙ্গে বিএসএফ মুর্শিদাবাদ রানিতলা থানায় অজ্ঞাত পরিচয় বাংলাদেশি হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ।

একরম ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চোরাকারবারিরা অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে এ দেশে আসে ৷ যখন সীমান্তের ওপার থেকে তাদের অবৈধ কার্যকলাপে সফল হয় না তখন তারা জওয়ানদের উপর আক্রমণ করে । জানা গিয়েছে, বিএসএফ জওয়ানদের উপর অতীতে একাধিকবার চোরাকারবারি এবং তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে । কিন্তু তবুও জওয়ানরা তাদের পরিকল্পনা সফল হতে দেয়নি । নির্মলচর এলাকাটি খুবই দুর্গম এবং এখানে সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও বিএসএফ জওয়ানরা দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছেন ।

আরও পড়ুন: ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার মুখে বিএসএফ, পালটা গুলিতে নিহত অনুপ্রবেশকারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.