ETV Bharat / state

Sagardighi By-Election 2023: সাগরদিঘিতে বিক্ষিপ্ত অশান্তি, 1টা পর্যন্ত ভোট  পড়ল  84.28 শতাংশ

author img

By

Published : Feb 27, 2023, 9:54 AM IST

Updated : Feb 27, 2023, 1:25 PM IST

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে চলছে উপ-নির্বাচন ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ তার কিছুক্ষণের মধ্য়েই অশান্তির বাতাবরণ সাগরদিঘিতে (Sagardighi By-Poll) ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 84.28 শতাংশ ।

Sagardighi By-Election 2023
সাগরদিঘিতে বিভিন্ন বুথে অশান্তির পরিবেশ

সাগরদিঘি, 27 ফেব্রুয়ারি: ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অশান্তির বাতাবরণ সাগরদিঘিতে (Allegation of Violence in Sagardighi) । অভিযোগ, বড়গরা এলাকার 78 নম্বর বুথে তৃণমূলের ফেষ্টুন লাগিয়ে ভোটারদের আনা হচ্ছে বুথে। নিয়মভঙ্গ করে চলছে টোটো করে ভোটার আনা।অন্যদিকে, সাগরদিঘি বিধানসভার অন্তর্গত হোসেনপুরে 210 ও 211 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বুথের ভিতরে প্রবেশ করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 11 নম্বর বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী বাধা দেওয়া হয় বলে অভিযোগ । বুথে ঢুকতে চেয়েছিলেন দেবাশিস। কিন্তু বুথে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঢোকার মুখেই আটকে দেন। যা নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায়। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল 9টা পর্যন্ত 13.37 শতাংশ ভোট পড়েছে। এরপর সকাল 11টায় দেখা যায় ভোট পড়েছে 31.92 শতাংশ । পরের দু'ঘণ্টায় বেশ খানিকটা ভোট পড়ে । দুপুর 1টায় দেখা যায় 84.28 শতাংশ ভোট পড়েছে ।

এছাড়াও 53 নম্বর ভুত ডাংরাইল প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে নতুন প্রিসাইডিং অফিসারকে দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, মক পোল ঠিক টাইমে শুরু হলেও পোলিং এজেন্ট ছিল না ৷ যার জেরে বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল ওই বুথে। নতুন প্রিসাইডিং অফিসার আসার পর সকাল 7টা 52মিনিট থেকে ফের ভোট শুরু হয় ওই বুথে । অন্যদিকে, দুই বহিরাগত ভোট ক্যাম্পের সামনে ঘোরাঘুরি করায় বোখরা 1 নম্বর ও 48 নম্বর বুথে অশান্তির বাতাবরণ তৈরি হয়। স্থানীয় এক ব্যক্তি এইন বিষয়ে জানান, তাঁর আত্মীয় ধুলিয়ান থেকে এসেছে। এই ঘটনায় ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেবুব আলম ওই বুথে এসেছেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে সেক্টর ফোর্স।

আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তায় শুরু হল সাগরদিঘির উপনির্বাচন

দীর্ঘদিন থেকে এই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পদে ছিলেন সুব্রত সাহা। তিনি প্রয়াত হওয়ায় আসনটি খালি হয়ে যায়। সেখানেই উপ-নির্বাচন। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবং বিজেপি প্রার্থী দিলীপ সাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 45 হাজার 825, তার মধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 24 হাজার 533 এবং মহিলা ভোটার 1 লক্ষ 21 হাজার 287 এবং তৃতীয় লিঙ্গের 5 জন। এই কেন্দ্রে বসবাসকারীদের মধ্যে রয়েছেন সংখ্যালঘু, আদিবাসী, হিন্দু ও খ্রীষ্টান। ভোট চলেছে 246টি বুথে। তার মধ্যে একটি সহকারী বুথ।

Last Updated : Feb 27, 2023, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.