ETV Bharat / state

Calf Giving Milk: দুধ দিচ্ছে 29 দিনের বাছুর, অন্ধবিশ্বাসের ভর করে পুজো করছেন অনেকে

author img

By

Published : Apr 12, 2023, 9:48 PM IST

29 দিনের বাছুরের দুধ দোয়ানো দেখতে ভিড় মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের শুকুরিয়া গ্রামে ৷ এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী বড়ঞা ব্লকের শুকুরিয়া গ্রামের মানুষজন ৷

Calf Giving Milk in Murshidabad ETV BHARAT
Calf Giving Milk in Murshidabad ETV BHARAT

বড়ঞা (মুর্শিদাবাদ), 12 এপ্রিল: দুধ দিচ্ছে 29 দিনের বাছুর ৷ এই অদ্ভুত ঘটনা দেখতে ভিড় উপচে পড়েছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের শুকুরিয়া গ্রামে ৷ দুধের পরিমাণও কম নয় ৷ প্রতিদিন 750 মিলিলিটার করে দুধ দিচ্ছে 29 দিনের ওই বাছুর ৷ অদ্ভুত কাণ্ড দেখতে ভিড় জমেছে শুকুরিয়া গ্রামে উত্তম মণ্ডলের বাড়িতে ৷ উত্তমবাবুর দাবি, বাড়িতে শালগ্রাম শীলা রয়েছে ৷ প্রতিদিন দুধ দিয়ে পুজো করেন ৷ সেই পুজোরই ফল পাচ্ছেন তিনি ৷ তাঁর মতে, এসব ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে ৷

গ্রামে গ্রামে এখন চলছে শিবের পুজো, গাজন ৷ ফলে উত্তম মণ্ডলের বাড়ির ঘটনা মূহূর্তে চাউর হয়ে গিয়েছে এলাকায় ৷ ভাইরাল হয়েছে 29 দিনের বাছুরের দুধ দোয়ানোর ভিডিয়ো ৷ যদিও, পশু চিকিৎসকদের দাবি এটা অস্বাভাবিক ঘটনা ৷ পশু চিকিৎসক অমিতাভ দাস বলেন, ‘‘হরমোনের অসামঞ্জস্যের কারণেই 29 দিনের ওই বাছুরের থেকে দুধ পাওয়া যাচ্ছে ৷ দুগ্ধ গ্রন্থির হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবেই এই ব্যতিক্রমি ঘটনা ৷ এর সঙ্গে ঐশ্বরিক প্রভাবের কোনও যুক্তি নেই ৷’’ তবে, কতদিন ওই বাছুর দুধ দেবে, তা নিয়েও পশু চিকিৎসা সন্দেহ প্রকাশ করেছেন ৷

উত্তম মণ্ডল জানিয়েছেন, গরুর বাচ্চা হওয়ার সময় প্রচুর কষ্ট হয়েছিল ৷ বাছুরের আকৃতিও স্বাভাবিকের তুলনায় অনেক বড় ছিল ৷ তিনি জানান, বাচ্চা হওয়ার 21 দিন পর থেকেই বাছুরের শরীরে দুগ্ধ গ্রন্থির বৃদ্ধি লক্ষ্য করেন উত্তম মণ্ডল ৷ 28 দিনের মাথায় বাছুর দুধ দিতে শুরু করে ৷ গতকাল 250 মিলিলিটার দুধ দিয়েছিল সে ৷ বুধবার দুগ্ধ গ্রন্থির আকৃতির আরও বড় ছিল বলে জানান তিনি ৷ আজ সকালে প্রায় 750 মিলিলিটার দুধ পাওয়া গিয়েছে ৷ উত্তম মণ্ডল জানিয়েছেন, বাছুর নিজেও গাভীর দুধ পান করছে ৷

আরও পড়ুন: ছয় পায়ের বাছুর ছানা দেখতে ভিড় বিনপুরে

পাশাপাশি, 29 দিনের বাছুরের দুধ দেওয়ার খবর ছড়াতেই প্রচুর লোক ভিড় করছে উত্তম মণ্ডলের বাড়িতে ৷ কেউ কেউ আবার ওই বাছুরকে পুজো করতে শুরু করেছেন ৷ এমনকি বাছুরকে প্রণাম পর্যন্ত করছে লোকজন ৷ তবে, এসবে বাছুরের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন উত্তম মণ্ডল ৷ তবে, চিকিৎসকরা এই সবে অন্য ভয় পাচ্ছেন ৷ এর ফলে বাছুরটির শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.