ETV Bharat / state

Accident in Murshidabad: বাস ও লরির সংঘর্ষে মৃত্যু দুই যাত্রীর, জখম 22

author img

By

Published : Jun 19, 2023, 12:11 PM IST

Updated : Jun 19, 2023, 2:07 PM IST

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যাত্রীর ৷ জখম হয়েছেন কমপক্ষে 22 জন ৷ আহতদের মধ্যে 2 জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকিদের চিকিৎসা চলছে জঙ্গিপুর হাসপাতালে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

বাস ও লরির সংঘর্ষে মৃত্যু দুই যাত্রীর

মূর্শিদাবাদ, 19 জুন: বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে মৃত্য়ু 2 যাত্রীর ৷ ঘটনায় জখম হয়েছেন 22 জন ৷ সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ তগানার বাসুদেবপুর বাসস্ট্যান্ডে । সামশেরগঞ্জ-বহরমপুর রুটের একটি বেসরকারি বাসকে ধাক্কা মারে একটি মালবাহী লরি ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

জানা গিয়েছে, এদিন সাজুর মোড়ের দিক থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিল একটি বাসটি ৷ বাসুদেবপুর বাস স্ট্যান্ডে যাত্রী তুলছিল ওই বেসরকারি বাসটি। তখনই পিছন থেকে একটি মালবাহী লরি বাসে ধাক্কা মারে। তাতে বেশ কয়েকজনের গুরুতর আঘাত লাগে। আহতদের দু‘জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকদের প্রথমিক অনুমান । ঘটনায় জখম হন 22 জন । জখমদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাস স্ট্যান্ডে ।

আরও পড়ুন : রেষারেষির জের! নিউটাউনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী-সহ তিন

সামশেরগঞ্জের বাসুদেব মোড় দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত । দিন কয়েক আগে এখানেই আরও একটি বড় দুর্ঘটনা ঘটেছিল । স্থানীয়দের অভিযোগ, বাসুদেবপুর এলাকাটি জনবহুল হহলেও এখানে নির্দিষ্ট বাসস্ট্যান্ড নেই । ফলে যাত্রীবাহী বাস যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলে । তার জেরে প্রায়শই যানজটের সৃষ্টি হয় ।

পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টোটো এবং অটো চালকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পুলিশ। ফলে তাদের এলাকার এই সমস্ত ছোট যান চালকদের দৌরাত্ম ক্রমশ বাড়ছে ৷ কোনও নিয়ম নামেই টোটো, অটো যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলছে ৷ তার জেরে সমস্যায় পড়ছেন এলাকাবাসী ৷ তাঁরা বাধ্য হয়ে বিপদের ঝুঁকি নিয়েই বাসে ওঠা নামা করছেন । তাই এদিনের দুর্ঘটনার জন্য পুলিশের দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা । পুলিশের ব্যর্থতার কথাই শোনা যাচ্ছে এলাকাবাসীর কথায় ৷

Last Updated : Jun 19, 2023, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.