Road Accident in Newtown: রেষারেষির জের! নিউটাউনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী-সহ তিন

By

Published : Jun 11, 2023, 12:09 PM IST

thumbnail

রবিবার সাতসকালে নিউটাউন পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা । সিগন্যালে একের পর এক গাড়ির ধাক্কা । এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী-সহ তিনজন । ক্ষতিগ্রস্থ 6টি গাড়ি ৷ রেষারেষির জেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা ৷ এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে । আহত বাইক আরোহীকে চিনারপার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনাস্থলে আসে ইকোপার্ক ও নিউটাউন ট্রাফিক পুলিশ ।  

জানা গিয়েছে, নিউটাউন পেঁচার মোড়ে সিগনালে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি ৷ তার পিছনে এসে পরপর কয়েকটি গাড়ি সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউটাউন বিশ্ব বাংলা গেটের দিক থেকে চিনার পার্কের দিকে যেতে একটি পন্যবাহী মিনিডোর গাড়ি সিগনালে দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় দুটি চার চাকা গাড়ি নিজেদের মধ্যে রেষারেষি করে নিয়ন্ত্রণ হারায় ৷ তারা প্রথমে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে ৷ এরপর পরপর তিনটি গাড়িতে এসে সজোরে ধাক্কা দেয় ৷ সব মিলিয়ে ছ'টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে । এই ঘটনার জেরে রবিবার সকাল থেকেই নিউটাউন বিশ্ব বাংলা সরণির চিনারপার্ক যাওয়ার রাস্তা বন্ধ করে রাখা হয় । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.