ETV Bharat / state

Cattle Smuggling Case: 14 দিনের সিআইডি হেফাজত এনামূল-ঘনিষ্ঠ জেনারুলের

author img

By

Published : Sep 4, 2022, 5:39 PM IST

Updated : Sep 5, 2022, 4:56 PM IST

14 days CID custody of Enamul Haque close aide in cow smuggling case
Cattle Smuggling Case

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার অন্যতম অভিযুক্ত এনামূল হকের কাছের লোক (Enamul Haque close aide) ৷ শনিবার সন্ধেয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে তাকে আটক করে সিআইডি ৷ রবিবার আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজত (14 days CID custody) দেওয়া হয়েছে জেনারুল শেখকে ৷

বহরমপুর, 4 সেপ্টেম্বর: 14 দিনের সিআইডি হেফাজত (14 days CID custody) দেওয়া হয়েছে এনামূল ঘনিষ্ঠ জেনারুল শেখকে ৷ শনিবার সন্ধেয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে তাকে আটক করে সিআইডি ৷ এরপর আজ জেনারুলকে গ্রেফতার করা হয় ।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা গরুগুলি ফের কিনে সেগুলি নিলাম করে পাচার করত এই ব্যক্তি ৷ মৃত গরু দেখিয়ে পাচারের অভিযোগ রয়েছে জেনারুলের বিরুদ্ধে । রঘুনাথগঞ্জের একটি মামলার পুনরায় তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন সীমান্তে আটক হওয়া প্রায় 1700টি গরুকে 'মৃত' বলে দেখিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে ।

মূলত, 2019 সালে রঘুনাথগঞ্জ সীমান্ত থেকে 1700টিরও বেশি গরু আটক করে বিএসএফ । সেই উদ্ধার হওয়া গরু 'আনক্লেইমড' দেখিয়ে তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । গরুগুলিকে স্থানীয় একটি খোঁয়াড়ে রাখা হয় । কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই সেই গরুগুলি উধাও হয়ে যায় ৷ পুলিশ আদালতে জানায় অধিকাংশ গরু মারা গিয়েছে । অথচ সেই মৃত দেখানো গরুগুলিকে রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে খবর । রহস্যের তদন্তে নেমেই জেনারুল শেখকে গ্রেফতার করল সিআইডি ।

আরও পড়ুন: পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দু

রবিবার তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয় । 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । অভিযুক্ত জেনারেল শেখের আইনজীবী বলেন, "এই মামলার সঙ্গে আমার মক্কেল কোনভাবেই জড়িত নয় ।"

গরুপাচার কাণ্ডে 14 দিনের সিআইডি হেফাজত এনামূল-ঘনিষ্ঠ জেনারুলের
Last Updated :Sep 5, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.