ETV Bharat / state

Medicine Smuggling: পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই

author img

By

Published : Sep 3, 2022, 9:22 PM IST

ওষুধপাচারের (Medicine Smuggling) অভিযোগে এক বাংলাদেশি-সহ দু'জনকে গ্রেফতার করল বিএসএফ (BSF) ৷ শনিবার ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) চ্যাংড়াবান্ধা সীমান্তে (Changrabandha Border) ৷

BSF arrest two men including one Bangladeshi for Medicine Smuggling at Changrabandha Border
Medicine Smuggling: পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই

কোচবিহার, 3 সেপ্টেম্বর: ভারত থেকে বাংলাদেশগামী পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের (Medicine Smuggling) চেষ্টা ৷ ট্রাকচালক-সহ বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (BSF) ৷ ঘটনাটি ঘটেছে শনিবার ৷ বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ট্রাকচালকের নাম অসির আলি ৷ তাঁর বাড়ি অসমের বিলাসিপাড়া এলাকায় ৷ অভিযুক্ত বাংলাদেশির নাম মহম্মদ আব্দুর রহিম ৷ তিনি বাংলাদেশের পাটগ্রাম অঞ্চলের বাসিন্দা ৷

অন্য়ান্য দিনের মতোই শনিবারও কোচবিহারের (Cooch Behar) চ্যাংড়াবান্ধা সীমান্তে (Changrabandha Border) টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা ৷ সেই সময়েই বাংলাদেশগামী পাথরবোঝাই ওই ট্রাকটি দেখে সন্দেহ হয় তাঁদের ৷ ট্রাকের চালককে থামতে বলেন জওয়ানরা ৷ এরপর শুরু হয় তল্লাশি ৷ দেখা যায়, ট্রাকের কেবিনে প্রচুর পরিমাণে ওষুধ লুকিয়ে রাখা হয়েছে ৷ ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে জওয়ানরা বুঝতে পারেন, এই বিপুল পরিমাণ ওষুধ ভারত থেকে কেনা হয়েছিল ৷ তবে, সেগুলি বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য যে নথি থাকা আবশ্যিক, তা ট্রাকচালক দেখাতে পারেননি ৷

আরও পড়ুন: কোচবিহার দিয়ে বাংলাদেশে গরু পাচার সম্ভব নয়, দাবি বিএসএফ আধিকারিকের

ওই ট্রাকেই ছিলেন বাংলাদেশের নাগরিক মহম্মদ আব্দুর রহিম ৷ তিনিও এই ওষুধগুলি সম্পর্কে তেমন কোনও তথ্য দিতে পারেনি ৷ তাঁর সঙ্গে কথা বলে জওয়ানদের মনে হয়, ওই ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল ৷ এরপরই ট্রাকচালক এবং ট্রাকে সওয়ার বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হওয়া ওষুধ-সহ পাথরবোঝাই ট্রাকটিকেও বাজেয়াপ্ত করা হয় ৷ পরে ধৃতদের মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওষুধের দাম অন্তত দেড় লক্ষ টাকা (ভারতীয় মুদ্রায়) ৷ কীভাবে, কোথা দিয়ে এই ওষুধ কেনা হল, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

প্রসঙ্গত, শুক্রবারই কোচবিহারের একটি স্কুলে অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএসএফ ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর সেক্টরের বিএসএফ-এর ডিআইজি ব্রিগেডিয়ার আরএস রাওয়াত ৷ তিনি দাবি করেন, কোচবিহারের সীমান্ত একেবারে সুরক্ষিত রয়েছে ৷ এখান দিয়ে কোনও ধরনের পাচার সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.