ETV Bharat / state

Malda Youth Achivement: সন্ত্রাসের আঁতুরঘর থেকে উত্থান ডিএসপি'র, খালেদকে নিয়ে মাতোয়ারা কালিয়াচক

author img

By

Published : Feb 4, 2023, 6:21 PM IST

ETV Bharat
খালেদকে নিয়ে মাতোয়ারা এলাকাবাসী

কালিয়াচকের লালবাজার এলাকা একসময়ে সমাজ বিরোধীদের আখড়া ছিল ৷ সেখান থেকে উঠে এসেই গরিব পরিবারের ছেলে মহম্মদ নিসার খালেদ নজর কাড়ল ৷ সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর সাফল্যে খুশি এলাকাবাসী (Kaliachak Youth Story) ৷

সন্ত্রাসের আঁতুরঘর থেকে উত্থান ডিএসপি'র, খালেদকে নিয়ে মাতোয়ারা কালিয়াচক

মালদা, 4 ফেব্রুয়ারি: খুব বেশিদিন আগের কথা নয় ৷ মাত্র বছর দশেক ৷ কালিয়াচকের বামনগ্রাম দুষ্কৃতীদের আঁতুরঘর হিসাবেই পরিচিত ছিল ৷ বিশেষ করে সেখানকার লালবাজার এলাকা ছিল কুখ্যাত ৷ সঙ্গে বড়সড় বাহিনী না-থাকলে সেখানে ঢুকতে ইতস্তত বোধ করত পুলিশও ৷ তবে দিন বদলের পালায় বদলেছে সেই বামনগ্রামও ৷ এই দশ বছরে সেখানে শিক্ষার আলো ছড়িয়েছে বাড়ি বাড়ি ৷ তারই ফসল মহম্মদ নিসার খালেদ ৷ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে পঞ্চম স্থান অধিকার করে সরাসরি পুলিশের ডিএসপি পদে যোগ দিতে চলেছেন খালেদ ৷ যে জায়গায় এতদিন দুষ্কৃতীদের রাজত্ব চলত, সেই জায়গা থেকে দুষ্কৃতী দমনে তাঁর উত্থান যেন রূপকথার গল্প ৷ তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা গ্রাম ৷ আনন্দিত জেলা (youth from Kaliachak ranks fifth in WBCS) ৷

কালিয়াচকের লালবাজারের বাসিন্দা মহববুল শেখ ও মোসাম্মদ উনজেলা বিবি ৷ তাঁদের তিন ছেলেমেয়ের মধ্যে খালেদ সবার বড় ৷ মহববুল পেশায় শ্রমিক ৷ আগে বিদ্যুৎ দফতরের এক ঠিকাদারের অধীনে কাজ করতেন ৷ পোলে চেপে কাজ করতে হত তাঁকে ৷ বছর ছ'য়েক আগে সেই কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিক পোল থেকে নীচে পড়ে যান তিনি ৷ দীর্ঘদিন চিকিৎসা চলে তাঁর ৷ সুস্থ হয়ে স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় কুড়িয়ে আনা প্লাস্টিক ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করেন (Kaliachak youth becomes DSP) ৷

নিজে শ্রমিক হলেও মহববুল স্বপ্ন দেখেছেন তাঁর ছেলেমেয়েদের নিয়ে ৷ প্রবল আর্থিক সংকটেও তাদের শিক্ষিত করার চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ অবশ্য তাঁর ভার কিছুটা কমিয়ে দিয়েছিল আল আমিন মিশন ৷ মেধাবী খালেদ নজরে পড়ে গিয়েছিল মিশন কর্তৃপক্ষের ৷ সেখানে থেকেই তার পড়াশোনা চলতে থাকে কার্যত নিখরচায় ৷ আল আমিন মিশন থেকেই খালেদ ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান ৷ কিন্তু তাঁর লক্ষ্য ছিল সিভিল সার্ভিস ৷ 2019 সালে ডব্লিউবিসিএস-এর লিখিত পরীক্ষায় সফলও হন ৷ কিন্তু সেবার ভাগ্য তাঁর সঙ্গ দেয়নি ৷ অবশেষে 2020 সালে তিনি সফল হয়েছেন ৷ শুধু সফল হওয়া নয়, বি গ্রুপে তাঁর নাম রয়েছে পাঁচ নম্বরে ৷

আরও পড়ুন: ভীমের একাকিত্ব ঘোচাতে সঙ্গিনীর খোঁজে বেঙ্গল সাফারি পার্ক

সাফল্যের আনন্দ ধরা পড়েছে খালেদের চোখে-মুখেও ৷ কৃতী এই যুবক বলেন ,“আমার সাফল্যে পরিবার থেকে শুরু করে আমার শিক্ষক, এমনকি গ্রামবাসীরাও ভীষণ খুশি ৷ আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ ৷ ছোট থেকে ইচ্ছে ছিল আমি সিভিল সার্ভিসে কাজ করব ৷ কালিয়াচকের দুর্নাম ঘোচানোই আমার লক্ষ্য ছিল ৷ এখানকার মুসলিম সমাজের সঙ্গে যুব সমাজের ভালোর জন্য আমি কিছু করতে চাই ৷ তার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম ৷ 2019 সালে ইন্টারভিউয়ে ডাক পেলেও সেবার আমি সুযোগ পাইনি ৷ অবশেষে 2020 সালে আমি সফল হয়েছি ৷"

সন্তানের এই সাফল্যে খুশি নিসারের বাবাও ৷ মহববুল শেখ বলেন,“আগে বিদ্যুৎ দফতরের ঠিকাদারের অধীনে কাজ করতাম ৷ ইলেক্ট্রিক পোল থেকে পড়ে দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলাম ৷ তারপর থেকে প্লাস্টিক ঝাড়াই বাছাই করি ৷ আমি শ্রমিক৷ যা উপার্জন করি, সংসার চালাতেই খরচ হয়ে যায় ৷ বড় ছেলে স্কলারশিপের টাকায় পড়াশোনা করেছে ৷ ছোট ছেলে সফিক আহমেদ ডাক্তারি পড়ার প্রস্তুতি নিচ্ছে ৷ গরিব হলেও আমি ছেলেমেয়েদের মানুষ করার চেষ্টা করেছি ৷ শেষ পর্যন্ত খালেদ পুলিশের অফিসার হয়েছে৷ আমি খুব খুশি ৷”

খালেদের সাফল্যে খুশির হাওয়া তাঁর গ্রামেও ৷ বামনগ্রাম জনকল্যাণ সমিতির সম্পাদক আবদুস সালাম বলেন,“আমাদের গ্রামের নিসার খালেদ সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো ফল করেছে ৷ তাঁর জন্য বামনগ্রামের প্রতিটি মানুষ অত্যন্ত গর্বিত ৷ আমাদের গ্রামে শিক্ষার হার আগের তুলনায় অনেক বেড়েছে ৷ অভিভাবকরাও এখন সচেতন৷ আশা করছি, খালেদকে দেখে গ্রামের আরও অনেক ছেলেমেয়ে সামনের দিকে এগিয়ে যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.