ETV Bharat / state

Bengal Safari Park: ভীমের একাকিত্ব ঘোচাতে সঙ্গিনীর খোঁজে বেঙ্গল সাফারি পার্ক

author img

By

Published : Feb 4, 2023, 12:56 PM IST

দীর্ঘদিন একা থাকায় খিটখিটে, বদমেজাজি হয়ে গিয়েছিল। অবশেষে মানসিক অবসাদ কাটাতে সঙ্গিনী পেতে চলেছে বেঙ্গল সাফারি পার্কের একমাত্র গণ্ডার ভীম। সঙ্গে আনা হচ্ছে ব্ল্যাকবাক (Blackbuck Deer) ও হগ ডিয়ার (Hog Deer) ৷

Etv Bharat
Etv Bharat

মানসিক অবসাদ কাটাতে সঙ্গিনী পেতে চলেছে বেঙ্গল সাফারি পার্কের ভীম

শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি: দীর্ঘদিন থেকে একা! পাশে তার মতো আর কেউ নেই। ফলে স্বাভাবিকভাই খিটখিটে, বদমেজাজি আর একাকিত্ব বোধ করছিল ভীম ওরফে কানহেলা। যে কারণে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছে ভীম। বিষয়টি বেশ কয়েকমাস ধরেই চোখে পড়ছিল। কিন্তু সম্প্রতি ভীমের মনটা বেশ অনেকটাই খারাপ হয়েছিল। এবার অন্তত যাতে তার একাকিত্ব ঘুচে যায় তার ব্যবস্থা শুরু করা হয়েছে (Partner for One Horn Rhino)। ভাবছেন কার কথা হচ্ছে? না না কোনও মানুষ নয়। কথা হচ্ছে বেঙ্গল সাফারি পার্কে থাকা একমাত্র গণ্ডার ভীমের।

Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কে আসছে নতুন অতিথি

অবশেষে তার একাকিত্ব কাটাতে সঙ্গিনী গন্ডার আনার উদ্যোগ নিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ও বন দফতর। তবে এখনও কিছুটা সময় বাকি। শুধু গণ্ডার নয়। আরও বেশ কয়েকটি নতুন অতিথির আগমন হতে চলেছে বেঙ্গল সাফারি পার্কে। এর আগে সিংহ, জিরাফের মতো প্রাণী আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এবার তৃণভোজী প্রাণীতে চমক আনতে চলেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। হার্ভিভোর প্রাণী বা তৃণভোজী প্রাণীদের মধ্যে আনা হচ্ছে ব্ল্যাকবাক ডিয়ার ও হগ ডিয়ার।

Bengal Safari Park
বেঙ্গল সাফারি পার্কে আসছে নতুন সদস্য

ব্ল্যাকবাক ডিয়ার মূলত কৃষ্ণ সার নামে পরিচিত। এটি আবার কৃষ্ণ মৃগ বা সারঙ্গ নামে পরিচিত। রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ, উত্তরবঙ্গ) রাজেন্দ্র জাখর বলেন, "পার্কে একটি গণ্ডার আছে। বহুদিন ধরে একা থাকায় একাকিত্ব বোধ করছে। সেজন্য আরেকটি মেয়ে গণ্ডার আনার চেষ্টা চলছে। সঙ্গে হগ ডিয়ার ও ব্ল্যাক বাক ডিয়ার আনা হবে।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "দীর্ঘদিন ধরে একটি মাত্র গণ্ডার একা থেকে গিয়েছে। যে কারণে সে অবসাদে ভুগছে। তার জন্য কীভাবে সঙ্গিনী আনা যায় সেটার চেষ্টা চলছে। পাশাপাশি নতুন আরও প্রাণী আনা হবে।"

Bengal Safari Park
আনা হচ্ছে ব্ল্যাকবাক ডিয়ারও

আরও পড়ুন: বছরের শুরুতে রেকর্ড ভিড়! অতীতের সব নজির ভাঙল বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানা

বেঙ্গল সাফারি পার্কের শুরু থেকে রয়েছে ওই একটি গণ্ডার। মহানন্দা অভয়ারণ্যে সঙ্গিনীর জন্য অন্য একটি গণ্ডারের সঙ্গে লড়াই করতে গিয়ে জখম হয়েছিল ভীম। তার কানের একটি অংশ কাটা পড়ে যায়। লড়াইতে হেরে যাওয়ার জন্য তাকে এলাকাও ছাড়তে হয়। সেই সময় গণ্ডারটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলে। নাম রাখা হয়েছিল কানহেলা। চিকিৎসার পর সেটিকে পার্কেই পৃথক এনক্লোজার করে ছাড়া হয়। নামকরণ করা হয় ভীম। এখন তাকে দিয়েই চলছে রাইনো বা গণ্ডার সাফারি। অন্যদিকে, সাফারি পার্কে আনা হবে কৃষ্ণ সার বা ব্ল্যাক বাক ডিয়ার। জামশেদপুরের টাটা জুওলজিক্য়াল পার্ক থেকে আপাতত তিন জোড়া কৃষ্ণ সার হরিণ আনার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি চার জোড়া হগ ডিয়ার আনার প্রস্তাব দেওয়া হয়েছে জু অথোরিটিকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.