ETV Bharat / state

ভিনরাজ্য থেকে শ্রমিকদের ঘরে ফেরায় আতঙ্কে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা

author img

By

Published : Apr 3, 2020, 11:51 PM IST

Villagers are afraid of migrant labours in harishchandrapur, malda
ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ঘরে ফেরায় আতঙ্কে গ্রামবাসীরা

পুরাতন মালদার 5 শ্রমিক লুকিয়ে গ্রামে প্রবেশ করতে গেলে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা ।

মালদা, 3 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । কোরোনা সংক্রমণ রুখতে এই পরিস্থিতিতে প্রত্যেককে আপাতত বাড়িতেই থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । তারপরও ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ঘরে ফেরার হুড়োহুড়ি পড়েছে । এরমধ্যেই গতকাল পুরাতন মালদার 5 শ্রমিকের লুকিয়ে গ্রামে প্রবেশ করার সময় হাতেনাতে ধরে ফলেন গ্রামের বাসিন্দারা । মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ৷ এরপরও তারা অবাধে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে । এতে কোরোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকছে । জেলার প্রতিটি প্রবেশপথে নাকা চেকিং থাকলেও কীভাবে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা কোনওরকম শারীরিক পরীক্ষা ছাড়াই জেলায় প্রবেশ করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা । পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

লকডাউনের জেরে জেলার শ্রমিকরা ভিনরাজ্যে গিয়ে কাজ হারিয়েছেন । খাবারও জুটছে না । এই পরিস্থিতিতে ঘরে ফেরার হুড়োহুড়ি পড়েছে শ্রমিকদের মধ্যে। ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বহু শ্রমিক ইতিমধ্যেই জেলায় ফিরেছে । প্রশাসন তাদের স্ক্রিনিং অর্থাৎ প্রাথমিক পরীক্ষা করিয়ে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে । এরপরও শ্রমিকরা হোম কোয়ারান্টাইনে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে ৷ এমনই অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরে । গ্রামবাসীদের অভিযোগ, জেলার কিছু প্রভাবশালী নেতা প্রশাসনের নজর এড়িয়ে ওই শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছে । অনেকে আবার মোটরবাইকে করে বাড়িতে ফিরছে । অনেকেই স্ক্রিনিং পর্যন্ত করাননি । এই পরিস্থিতিতে গ্রামবাসী আতঙ্কে রয়েছে । তাঁরা প্রশাসনের কাছে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন ।

এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, " কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশিকা রয়েছে । এই পরিস্থিতিতে বাংলার শ্রমিক কিংবা অন্য রাজ্যের শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া যাবে না । যদি শ্রমিকরা কোনওভাবে জেলায় প্রবেশ করে, তবে তাঁদের স্ক্রিনিং করিয়ে 14 দিনের কোয়ারান্টাইনে থাকার নির্দেশিকাও দেওয়া হয়েছে ৷ জেলার বিভিন্ন স্কুলে কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে । অনেক শ্রমিক কোয়ারান্টাইনে রয়েছেন । প্রতিদিন তাঁদের পরীক্ষা করা হচ্ছে । হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিরা যদি গ্রামে ঘোরাঘুরি করে এবং সেই অভিযোগ আমাদের কাছে এলে আমরা ওই শ্রমিকদের বাড়ি থেকে তুলে স্কুলে কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করব । "

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.