ETV Bharat / state

এবার বড়দিনে নলেন গুড় আর ছানার ফ্রুট কেকে মজবে মালদাবাসী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 7:56 PM IST

Christmas Celebration in Malda: পার্ক স্ট্রিটের আদলে এখন শহরে শহরে ক্রিসমাস কার্নিভ্যাল ৷ আলোর মালায় সেজে ওঠা শহর যেন অচেনা লাগে বাসিন্দাদের কাছেই ৷ কলকাতায় এবারের ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের হাত ধরে ৷ মালদা ও পুরাতন মালদার মতো ছোট দুই শহরও সেই উৎসবের প্রতীক্ষায় ৷ জেলার দুই শহরের বেকারিগুলিতেও এখন যেন শেষ মুহূর্তের প্রস্তুতিপর্ব ৷

গুড় আর ছানার ফ্রুট কেকে মজবে মালদাবাসী
Christmas Celebration in Malda

গুড় আর ছানার ফ্রুট কেকে মজবে মালদাবাসী

মালদা, 23 ডিসেম্বর: পরশু বড়দিন ৷ বিশ্বায়নের বাজারে এখন বড়দিনও ঢুকে পড়েছে বঙ্গ জীবনের অঙ্গে ৷ আগে যা শুধুই রংবেরংয়ের কার্ডে শুভেচ্ছা জানানো, কেক-পেস্ট্রি খাওয়া কিংবা পিকনিকে আবদ্ধ ছিল, এখন বাঙালি জীবনে তা ক্যারল-জিঙ্গল বেল পর্যন্ত বিস্তৃত ৷ এখন 24 ডিসেম্বর মাঝরাতে চার্চে গিয়ে ক্যারলে সুর মেলাচ্ছে বাঙালিও ৷ মালদা ও পুরাতন মালদার মতো ছোট দুই শহরও সেই উৎসবের প্রতীক্ষায় ৷ দিন বদলের সঙ্গে বাঙালির বড়দিন উদযাপনে যতই বদল আসুক, কেকে কামড় ছাড়া যিশুর জন্মদিন এখনও মেনে নিতে পারে না কাকদ্বীপ থেকে কোচবিহার ৷

কর্মীদের নাওয়া-খাওয়ার সময় নেই ৷ দিন তো বটেই, রাতেও চলছে কাজ ৷ এই সময় কারও যেন কথা বলার সময় নেই ৷ শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন পুরাতন মালদার এক বেকারি মালিক পাপন সরকার ৷ তাঁর নামেই বেকারির নাম ৷ এবারের বড়দিনে তাঁদের তৈরি ছানা আর নলেন গুড়ের কেক আট থেকে আশির রসনাতৃপ্ত করবে বলে নিশ্চিত তিনি ৷ পাপন বলেন, "আমার এখানে সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি করা হয় ৷ ডিমের কোনও ছোঁয়া নেই ৷ আমরা সারা বছরই কেক তৈরি করি ৷ তবে বড়দিনের সময় চাহিদা অনেক বেড়ে যায় ৷ এবারের বড়দিনে আমরা ছানা আর নলেন গুড়ের ফ্রুট কেক তৈরি করছি ৷ এছাড়াও রসমালাই কেক, ফুল বাটার স্কচ কেক রয়েছে ৷ সাধারণ ফ্রুট কেক তো আছেই ৷"

তাঁর কথায়, "আমাদের কেক শুধু জেলা নয়, জেলার বাইরেও যায় ৷ খুচরো ও পাইকারি, দু'ভাবেই বিক্রি করি ৷ বড়দিনে প্রতিবারই আমাদের বেশ ভালো অর্ডার থাকে ৷ এবারও প্রচুর অর্ডার এসেছে ৷ আমরা চেষ্টা করছি সব জায়গায় সময়মতো অর্ডার সাপ্লাই করার ৷ এখনও পর্যন্ত কথার খেলাপ হয়নি ৷ দেখা যাক, শেষ পর্যন্ত কী হয় ৷ 16 ডিসেম্বর থেকে বড়দিনের কাজ শুরু করেছি ৷ 20 জন কর্মী এখানে কাজ করছেন ৷ আমাদের কেকে ময়দার ব্যবহার হয় না ৷ তবে সব ধরনের ফল ব্যবহার করা হয় ৷ আকার আর স্বাদের হেরফেরে কেকের দাম 50 থেকে 600 টাকা ৷ 24 আর 25 তারিখ আমাদের সবচেয়ে স্পেশাল কেক বিক্রি হবে, হাতে গরম কেক ৷"

আরও পড়ুন:

  1. আসছে সান্তাক্লজ, আলোর রোশনাইয়ে সেজেছে পার্ক স্ট্রিট, বড়দিনের আগেই উৎসবের আমেজ শহরজুড়ে
  2. শহর জুড়ে সাজসাজ রব, বড়দিনের আগে কেমন চলছে বিকিকিনি?
  3. আলোর মেলায় সেজেছে বো ব্যারাক, বড়দিনের উৎসবের উদ্বোধন কবে?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.