ETV Bharat / state

Panchayat Election 2023: মনোনয়নের তৃতীয় দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের

author img

By

Published : Jun 12, 2023, 9:53 PM IST

Panchayat Election 2023
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান-উপপ্রধানের

পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল ৷ মালদার চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়কের ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের ৷

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান-উপপ্রধানের

মালদা, 12 জুন: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনে বড়সড় ভাঙন শাসকদলে ৷ সোমবার দলের টিকিট পেতে টাকা চাওয়ার অভিযোগ তুলে পুরোনো দলে ফিরলেন গ্রামপঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ৷ পঞ্চায়েতের ভোটের একদম মুখে রদবদল ভোটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও এই বিষয়ে গুরুত্ব নিতে নারাজ শাসকদল ৷

মালদার চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি ৷ পঞ্চায়েতের মনোনয়ন পর্ব চলাকালীন তাঁর গড়েই ভাঙন ধরাল গেরুয়া শিবির ৷ চাঁচল 2 নম্বর ব্লকের গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 15 ৷ 2018 পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 9টি, তৃণমূল 3টি, কংগ্রেস 2টি ও সিপিআইএম 1টি আসনে জয়লাভ করে ৷ সংখ্যাগরিষ্ঠতায় এককভাবে পঞ্চায়েত দখল করে বিজেপি ৷ প্রধান হন পুষ্পা ওরাও।

তিন বছর পঞ্চায়েত পরিচালনার পর দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় ৷ পরবর্তীতে শাসকদল তৃণমূলের সমর্থনে প্রধান হন ডলি মণ্ডল। উপপ্রধান হন পঞ্চানন দাস। বছর ফিরতেই ফের ঘরে ফিরলেন বিজেপি-র জনপ্রতিনিধিরা ৷ শাসকদলের টিকিট পেতে টাকা চাওয়ার অভিযোগ তুলে বিজেপি-র পতাকা হাতে তুলে নিলেন এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ অন্যান্যরা ৷

গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান ডলি মণ্ডল অভিযোগ করে বলেন, "প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের নেতৃত্ব আমার থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছিল ৷ কিন্তু আমি সেই টাকা দিতে পারব না ৷ সেই কারণে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম ৷ প্রথমে আমি বিজেপিতেই ছিলাম ৷ কিন্তু কাজের জন্য আমি তৃণমূলে যোগদান করেছিলাম ৷ আবার আমি বিজেপিতে ফিরে এসেছি ৷ আমার সঙ্গে উপপ্রধান ও শতাধিক কর্মীও বিজেপিতে যোগদান করেছেন ৷"

গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাস বলেন, "আমি 2018 সালে বিজেপির হয়ে জিতেছিলাম ৷ তৃণমূলের লোকজন কৌশল করে আমাদের ভাঙিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিল৷ এই দুর্নীতিগ্রস্ত দলে থেকে আমরা কখনই কাজ করেত পারব না ৷ আমি ডিসিআর কেটেছি ৷ আগামীকাল বা পরশু মনোনয়ন জমা দেব ৷ দলকে টাকা না দিয়ে কেউ প্রার্থী হতে পারছেন না ৷ দলের লোকজনই প্রার্থী হওয়ার জন্য টাকা দাবি করছেন ৷ প্রধান-উপপ্রধান থেকেও আমরা ঠিকমতো কাজ করতে পারিনি ৷ অনেক জায়গায় অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনও কাজ হয়নি ৷"

আরও পড়ুন: মিনাখাঁয় সিপিএম পার্টি অফিসে ঢুকে হামলায় অভিযুক্ত তৃণমূল

চাঁচল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি আব্দুল হাই বলেন, "অভিযোগ ভিত্তিহীন ৷ এলাকার যে কোনও প্রতিনিধির স্বচ্ছ ভাবমূর্তি থাকা দরকার ৷ তৃণমূলে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে ৷ কোনও কাজ না করায় এলাকায় এঁদের ভাবমূর্তি নষ্ট হয়েছে ৷ সেই কারণে এই অভিযোগ করা হচ্ছে ৷ এখানে টাকা চাওয়ার কোনও প্রশ্নই নেই৷ আমাদের নাম পাঠানো হয়েছে ৷ রাজ্য থেকে যে নাম আসবে সেই অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.