ETV Bharat / state

Road Cracked : ৬ মাসেই ভাঙল রাস্তা, প্রতিবাদ করায় চোখ উপড়ে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

author img

By

Published : Aug 3, 2021, 3:22 PM IST

গ্রামবাসীর দাবি রাস্তা পাকা করা হয়েছিল মাত্র 6 মাস আগে ৷ এর মধ্যে গতকাল রাস্তাটি ভেঙে গিয়েছে ৷ এর প্রতিবাদ করায় স্থানীয়দের চোখ উপড়ে নেবেন বলে ভয় দেখান এক তৃণমূল নেতা ৷

ভাঙা রাস্তা দেখাচ্ছেন এলাকবাসী
ভাঙা রাস্তা দেখাচ্ছেন এলাকবাসী

মালদা, 3 অগস্ট : তৈরির ৬ মাসের মধ্যে ভেঙে গিয়েছে রাস্তা । এর প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূল নেতার রোষের শিকার এলাকাবাসী । ক্যামেরার সামনে এলাকাবাসীকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে । যদিও তৃণমূল নেতার দাবি, দলকে বদনাম করতে কংগ্রেসের লোকজন মিথ্যে প্রচার করছে । তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের বিডিও ।

হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের মহেন্দ্রপুরে প্রায় শতাধিক পরিবারের বসবাস । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রাম থেকে হাসপাতাল, ব্লক অফিসে যাওয়ার একমাত্র রাস্তার 70 মিটার মাস ছয়েক আগে পাকা করা হয় । গতকাল সেই রাস্তার একপাশ ভেঙে গিয়েছে । এলাকাবাসীর অভিযোগ, পঞ্চায়েতের তরফে ওই রাস্তার কাজের দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের কর্মী তথা এক ঠিকাদারকে । সেই ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন বলে অভিযোগ । রাস্তা পাকা করার আগে এক ডালি মাটিও ব্যবহার করা হয়নি । ফলে রাস্তার নিচের মাটি কেটে গিয়ে ভেঙে গিয়েছে । এ নিয়ে আজ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে রাস্তা তৈরির ঠিকাদারের এক আত্মীয় তথা হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের যুব তৃণমূল সহ-সভাপতি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে । ক্যামেরার সামনেই স্থানীয়দের গালিগালাজ করে হুমকি দিতেও দেখা গিয়েছে ওই তৃণমূল নেতাকে । তবে পুরো বিষয়টি অস্বীকার করে বিরোধী দলের চক্রান্ত বলে দাবি করেছেন তিনি ৷

স্থানীয় বাসিন্দা উমিমুল হক বলেন, "পঞ্চায়েত বলছে 10 বছর আগে রাস্তা হয়েছে । রাস্তা আমাদের চোখের সামনে হয়েছে । 6 মাসও হয়নি ।" তাঁর মতে রাস্তা তৈরির সময় এক ডালিও মাটি ফেলা হলে এই অবস্থা হত না । পঞ্চায়েতের অধীনে হওয়ায় তাদের বিষয়টি দেখা উচিত । তিনি আরও বলেন, "এখন তৃণমূল নেতা এসে বলছেন ভাল কাজ হয়েছে । কাজ কী ভাল হয়েছে, তা সকলের চোখের সামনে দেখা যাচ্ছে । এসবের প্রতিবাদ করা মানেই ঝগড়া করা ।"

আরও পড়ুন : Wild Elephant : বাঁকুড়ার গ্রামে বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘর-বাড়ি, আতঙ্কে গ্রামবাসী

হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের যুব তৃণমূল সহ-সভাপতি রুস্তম আলি বলেন, "আমার বাড়ির সামনেই রাস্তার কাজ হয়েছে । দু'বছর হল । কাজ ভালোই হয়েছে । কিন্তু জল যাওয়ার জন্য রাস্তার তলার মাটি সরে গিয়েছে ।" তাঁর দাবি, রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় ক'দিন ধরে রাস্তা ভাঙতে শুরু করেছে । এলাকাবাসীরা মিথ্যে বলছে । দু'বছর আগের কাজকে 6 মাস আগে হওয়া কাজ বলছে স্থানীয়রা, অভিযোগ তাঁর । তাঁর মতে, যিনি এই ঘটনার প্রতিবাদ করছেন, তিনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে হেরেছেন । তাই এখন তৃণমূলকে বদনাম করতে এসব রটানো হচ্ছে ।

কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুস শুভানও রাস্তা ভাঙা নিয়ে একই অভিযোগ করেন ৷ উন্নতমানের সামগ্রী ব্যবহার করে কাজ না হওয়ায় এই পরিণতি । তিনি বলেন, "আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি । এলাকাবাসীরা ঘটনার প্রতিবাদ করতে গেলে তৃণমূলের উন্নয়ন বাহিনী স্থানীয় বাসিন্দাদের গালিগালাজ করছে, দেখে নেওয়ার হুমকি দিচ্ছে । এই ঘটনার প্রতিবাদ করায় গ্রামবাসীদের সঙ্গে তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতাহাতি হয় । এখানে তৃণমূলের নেতারাই ঠিকাদার । ওরাই সব কাজ করে । ফলে বোঝাই যাচ্ছে কী ধরনের কাজ হতে পারে । 6 ইঞ্চি গাঁথনির জায়গায় দু-আড়াই ইঞ্চির গাঁথনি হয়েছে ।"

হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লবকুমার ঘোষ মহেন্দ্রপুর অঞ্চলের রাস্তা ভাঙার ঘটনা জেনেছেন, সেই ছবিও পেয়েছেন বলে জানিয়েছেন । তবে এলাকাবাসীর কাছ থেকে এখনও কোনও অভিযোগ পাননি তিনি । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা পঞ্চায়েতকে তড়িঘড়ি রাস্তা মেরামত করতে বলেছি । এত তাড়াতাড়ি রাস্তা কীভাবে ভেঙে পড়ল, তা নিয়ে তদন্তের বিষয়ে চিন্তাভাবনা চলছে । রাস্তার কী বরাত ছিল, কী হয়েছে তা খতিয়ে দেখা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.