ETV Bharat / state

Trinamool Congress: মালদায় অভিষেকের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধকে উপ-প্রধান করে পঞ্চায়েতে বোর্ড তৃণমূলের

author img

By

Published : Aug 11, 2023, 6:09 PM IST

Trinamool Congress
Trinamool Congress

Trinamool Congress in Malda: বিক্ষুব্ধরা জিতলেও আর দলে ফেরানো হবে না ৷ পঞ্চায়েত নির্বাচনে আগে এমন ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু মালদায় সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, বিক্ষুব্ধকে উপ-প্রধান করে পঞ্চায়েতে বোর্ড গড়েছে তৃণমূল ৷

মালদায় অভিষেকের নির্দেশ অমান্য, বিক্ষুব্ধকে উপ-প্রধান করে পঞ্চায়েতে বোর্ড তৃণমূলের

মালদা, 11 অগস্ট: নীতি কোথায় ? প্রশ্ন তৃণমূলেই ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, দলের টিকিট না পেয়ে যাঁরা নির্দল কিংবা অন্য দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁদের আর তৃণমূলে ঠাঁই নেই ৷ ভোটে জিতলেও তাঁদের দলে ফিরিয়ে আনা যাবে না ৷ কিন্তু মালদায় অভিষেকের নির্দেশকে তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ ৷ নির্দল হিসাবে জয়ী বিক্ষুব্ধকে দলে ফিরিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করেছে তৃণমূল ৷ এমনকি সেই নির্দলকে উপপ্রধান পর্যন্ত করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ শুক্রবারই এই ঘটনার সাক্ষী থেকেছেন ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ৷

ওই গ্রাম পঞ্চায়েতে মোট আসন 19টি ৷ নির্বাচনে তৃণমূল ন’টি, বিজেপি চারটি, সিপিআইএম দু’টি আসনে জয় পায় ৷ চারটি আসনে জেতেন নির্দল প্রার্থীরা ৷ স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েতে বোর্ড গঠন করার মতো অবস্থায় ছিল না শাসক দল ৷ বোর্ড গড়তে অবশেষে তারা ভর করে জয়ী নির্দল প্রার্থী মোকবেল মিয়াঁর উপর ৷ আজ মোকবেলের সমর্থনেই এই পঞ্চায়েতে ঘাসফুলের বোর্ড গঠিত হয়েছে ৷ প্রধান হয়েছেন তৃণমূল সদস্য রাজু মিয়াঁ ৷ উপপ্রধান হয়েছেন নির্দল মোকবেল ৷

আরও পড়ুন: বিরোধ ভুলে রতুয়া গ্রাম পঞ্চায়েতে 'রামধনু' বোর্ড

মোকবেল মিয়াঁর উপপ্রধানের পদ অবশ্য নিষ্কণ্টক ছিল না ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তৃণমূলেরই প্রার্থী জামিল শেখ ৷ 14-5 ভোটে জেতেন মোকবেল ৷ ভোটে হেরে যাওয়ার পর জামিল বলেন, “আমি ভোটাভুটি চেয়েছিলাম ৷ ভোটও হয়েছে৷ কিন্তু তৃণমূলের জয়ী প্রার্থী হয়েও আমি দলের ভোট পাইনি ৷ বোর্ড গঠন নিয়ে দলের তরফে কোনও হুইপ জারি করা হয়নি ৷ দলের ইংরেজবাজার ব্লকের সভানেত্রী প্রতিভা সিং যাঁর নাম চূড়ান্ত করে দিয়েছেন, তাঁকেই প্রধান ও উপপ্রধান করা হয়েছে৷ সবটাই হয়েছে মৌখিকভাবে ৷ দলের ভোট না পেয়ে আমি হেরে গিয়েছি ৷ উপপ্রধান হয়েছে নির্দল সদস্য মোকবেল মিয়াঁ ৷”

Trinamool Congress
উপ-প্রধান হওয়ার পর মোকবেল মিয়াঁকে ঘিরে তৃণমূলের উচ্ছ্বাস

এদিকে মোকবেল মিয়াঁ বলেন, “এখানে নির্দলের সঙ্গে জোট করে তৃণমূলের বোর্ড গঠিত হয়েছে ৷ আজ প্রধানের ক্ষেত্রে ভোট না হলেও উপপ্রধানের ক্ষেত্রে হয়েছিল ৷ আমি 14টি ভোট পেয়েছি ৷ আমার প্রতিদ্বন্দ্বী জামিল শেখ পাঁচটি ভোট পেয়েছেন ৷ উনিও তৃণমূলের ৷ কিন্তু আমাদের বিরুদ্ধে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন ৷ হেরেছেন ৷”

Trinamool Congress
নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের মোকবেল মিয়াঁর পোস্টার

তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কী হল ? সেই নির্দেশ কি নেহাতই কথার কথা ! প্রশ্ন উঠতে শুরু করেছে শাসক দলের অন্দরেই ৷ এই নিয়ে প্রশ্ন করা হলে জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের একটি নীতি তৈরি করেছিলেন ৷ এখন স্থানীয় স্তরে কিছু দলীয় নেতৃত্ব সেই নীতির পরিবর্তন কিংবা পরিমার্জন করার চেষ্টা করছে ৷ বিনোদপুরে যাঁকে উপপ্রধান করা হয়েছে, দলের সর্বোচ্চ নেতৃত্ব তাঁকে স্বীকৃতি দিলে তবেই আমরা তাঁকে মানব ৷ নচেৎ নয় ৷’’

আরও পড়ুন: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্র গাজোল, আক্রান্ত পুলিশ

তিনি আরও বলেন, ‘‘আমাদের নীতি ছিল, যাঁরা দলত্যাগ করে নির্দল হয়েছিলেন, তাঁদের আর দলে নেব না ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকথা ঘোষণাও করেছিলেন ৷ বর্তমানে সারা রাজ্যজুড়ে কংগ্রেস-সিপিআইএম-বিজেপি জোট বেঁধে পঞ্চায়েত বোর্ড গড়ছে ৷ তবে আমাদের দলের মধ্যেও প্রধান ও উপপ্রধান নির্বাচন ঘিরে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে ৷ এসব নিয়ে জেলা কমিটি রাজ্যে রিপোর্ট পাঠাবে ৷ রাজ্য কমিটির সিদ্ধান্তকেই দল মান্যতা দেবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.