ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে ঘররক্ষায় ব্যর্থ হওয়ায় মালদায় প্রশ্নের মুখে দুই মন্ত্রীর ক্যারিশমা

author img

By

Published : Jul 14, 2023, 3:21 PM IST

মালদায় পঞ্চায়েত ভোটে হেরে গিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এক প্রার্থী ৷ আরেক তজমুল হোসেনের ভাই হেরেছেন ৷ নিজেদের এলাকায় মন্ত্রীদের এভাবে ভরাডুবি হল, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

মালদা, 14 জুলাই: এবারের পঞ্চায়েতে মালদা জুড়ে শুধুই ঘাসফুল ৷ ইতিউতি দু’চারটে দাগ রয়েছে বটে, তবে চাঁদেরই তো কলঙ্ক থাকে, অন্তত শাসক শিবিরের বক্তব্য সেটাই ৷ তবে দু’টি জায়গায় সামান্য এই ‘কলঙ্ক’ বড়ই বিসদৃশ হয়ে দেখা দিয়েছে ৷ একটি হল কালিয়াচক 1 নম্বর ব্লকের কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 184 নম্বর আসন, দ্বিতীয়টি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে জেলা পরিষদের 16 নম্বর আসন ৷ প্রথমটিতে নিজের ঘরে গ্রাম পঞ্চায়েতের আসনে হেরেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ আর দ্বিতীয়টিতে নিজের গড়ে ভাইকে ঘাসফুলের প্রার্থী করেও জেতাতে পারেননি মন্ত্রী তজমুল হোসেন ৷

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যেখানে দুই মন্ত্রী নিজের ঘরে জয়ের আগল দিতে পারেননি, সেখানে গোটা জেলায় তাঁদের উপর কীভাবে ভরসা করবে দল ? আর ন’মাস পরেই লোকসভা ভোট ৷ সেই লড়াইটা যে কিছুতেই পঞ্চায়েতের মতো মসৃণ হবে না, তা বিলক্ষণ জানে শাসকদলের নেতৃত্ব ৷ তৃণমূলেরই অন্দরমহলের প্রশ্ন, তবে কি দুই মন্ত্রীর ক্যারিশমা কমতে শুরু করেছে ?

পঞ্চায়েতের ফল প্রকাশের পর দেখা যায়, কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 184 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী মহতাব শেখ তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হাসিদুর রহমানকে হারিয়ে দিয়েছেন ৷ ওই এলাকায় হাসিদুর মন্ত্রী সাবিনার ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত ৷ হাসিদুরের সমর্থনে তিনি এলাকায় ভোট প্রচারও করেছিলেন ৷ শুধু তাই নয়, সাবিনার আরেক ছায়াসঙ্গী হাসিমুদ্দিন আহমেদও কালিয়াচক 2 নম্বর ব্লকের জেলা পরিষদের 36 নম্বর আসনে কংগ্রেসের কাছে হেরে গিয়েছেন ৷ কালিয়াচক 2 নম্বর ব্লক মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ সেখান থেকেই সাবিনা বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন ৷

আরও পড়ুন: মালদা তৃণমূলের, মুছে গেল বাম; শক্তি বাড়ল কংগ্রেসের

এর কারণ কী ? শুক্রবার ফোন না ধরলেও ঘনিষ্ঠ মহলে সাবিনা জানিয়েছেন, তিনি 184 নম্বর বুথে শুধু ভোটটুকুই দেন ৷ সংগঠন দেখে দলের কালিয়াচক 1 নম্বর ব্লক নেতৃত্ব ৷ তবে হাসিমুদ্দিন আহমেদের পরাজয় কেন, সেটা তিনি বুঝে উঠতে পারছেন না ৷ ঘনিষ্ঠ মহলে সাবিনা এই মন্তব্য করলেও ভোটের আগে জেলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াচক 1 নম্বর ব্লকে সংগঠন দেখার দায়িত্ব কিন্তু সাবিনাকেই দিয়ে গিয়েছিলেন ৷ তাই নিজের বুথে দলের পরাজয় তিনি বোধহয় এড়িয়ে যেতে পারেন না ৷

অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জেলা পরিষদের 16 নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মন্ত্রী তজমুল হোসেনের ভাই জম্মু রহমান ৷ কংগ্রেস প্রার্থী আমিনুল হকের কাছে হেরেছেন তিনিও ৷ ব্যবধান মাত্র 57 ভোট হলেও হার হারই ৷ তজমুল ফরওয়ার্ড ব্লক করার সময় থেকেই রাজনীতি করছেন তিনি ৷ 2021 সালে দাদার হাত ধরে তিনিও তৃণমূলে আসেন ৷ এলাকায় দাপুটে নেতা হিসাবে পরিচিত ৷ ফল প্রকাশের পরেই বন্ধ হয়ে যায় জম্মুর মোবাইল ফোন ৷ এখনও তা খোলেনি ৷ সংবাদমাধ্যমের ফোন এড়িয়ে যাচ্ছেন মন্ত্রী তজমুলও ৷

তবে হারের জন্য দু’টি ক্ষেত্রেই বিরোধীদের কুৎসাকে দায়ী করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ তাঁর বক্তব্য, “এবারের পঞ্চায়েত নির্বাচনে মালদার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে ৷ তৃণমূলকে দু’হাত তুলে আশীর্বাদ করেছে ৷ সামান্য কয়েকটি জায়গায় আমাদের প্রার্থীরা জিততে পারেনি ৷ সেখানে বিরোধীদের কুৎসা প্রচার সফল হয়েছে ৷ ওই জায়গাগুলিতে আমরাও মানুষকে ঠিকমতো বোঝাতে পারিনি ৷ তবে পরের ভোটেই আমরা ওই জায়গাগুলিতে কামব্যাক করব ৷”

আরও পড়ুন: পঞ্চায়েতে উত্তরে ধরাশায়ী বিজেপি, লোকসভা নিয়ে পদ্ম শিবিরে ক্রমে বাড়ছে দুশ্চিন্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.