ETV Bharat / state

Mizoram Bridge Collapse: এলাকায় কাজ না পেয়ে ঝুঁকির যাত্রা, অভিযোগ স্বজনহারাদের; মানতে নারাজ শাসকদল

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 7:56 PM IST

Updated : Aug 23, 2023, 9:11 PM IST

Mizoram Bridge Collapse ETV BHARAT
Mizoram Bridge Collapse

Malda Village Goes to Mourning After Mizoram Bridge Collapse: রাজ্যে চাকরি না-পেয়েই ভিনরাজ্য গিয়েছিলেন মালদার শ্রমিকরা ৷ অভিযোগ করলেন মিজোরামে সেতু ভেঙে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা ৷

রাজ্যে কাজ না-পেয়েই ভিনরাজ্য পাড়ি, অভিযোগ নিহত শ্রমিকদের পরিবারের

মালদা, 23 অগস্ট: মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন কোকলামারি চৌদুয়ার গ্রামের আনজিরা বিবি ৷ এদিকে ঘরে রয়েছে তিন নাবালিকা মেয়ে ৷ বড় মেয়ের বয়স মাত্র 16 বছর ৷ আর তার পরের দু’জন 12 ও 10 ৷ এখন সংসার কীভাবে চলবে ? মেয়েদের কীভাবে মানুষ করবেন ? জানেন না স্বামীহারা আনজিরা বিবি ৷ একই অবস্থা ছেলেকে হারানো আবদুল সাত্তার এবং সামনুর বিবির ৷

বুধবার সকালে মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় আঁধার ঘনিয়ে এসেছে মালদার কোকলামারি চৌদুয়ার গ্রামের অনেকে ঘরে ৷ কিন্তু এমনটা নতুন নয় ৷ ভিনরাজ্যে কাজে গিয়ে প্রায়শই দুর্ঘটনায় মারা যান জেলার বহু যুবক ৷ বারবার অভিযোগ ওঠে, জেলায় কাজ না পেয়ে মানুষজন ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছেন ৷ কিন্তু, সেই অভিযোগ কখনই মানতে চায়নি প্রশাসন ৷ মানতে চায়নি শাসকদলও ৷ আজও তার ব্যতিক্রম হল না ৷

দুর্ঘটনায় নিহত মোজাফ্‌ফর আলির স্ত্রী আনজিরা বলছেন, “আমাদের বাড়ি থেকে আমার স্বামী, দেওর এবং ভাসুরের ছেলে মিজোরামে কাজ করতে গিয়েছিলেন ৷ ওদের যাওয়ার একমাস আটদিন হল ৷ আজ সকালে শুনি, ব্রিজ ভেঙে সবাই নীচে পড়ে গিয়েছে ৷ তিনজনকে আর পাওয়া যায়নি ৷ ওরা কেউ আর বেঁচে নেই ৷ আমরা ভীষণ গরিব ৷ ঘরে তিনটে ছোট মেয়ে ৷ স্বামী চলে গেল ৷ এবার আমাদের কী হবে ?’’ তাঁর প্রশ্ন, গরিব মানুষ খাটতে না গেলে খেতে পাবে কোথায় থেকে ? এলাকায় কোনও কাজ নেই বলে অভিযোগ তাঁর ৷ তাই গ্রামের সবাই বাইরে যাচ্ছে ৷

মোজাফ্‌ফররা আশ্বাস দিয়ে গিয়েছিলেন, 4-5 মাস কাজ করে ঘরে ফিরবেন ৷ কিন্তু, এখন তাঁদের দেহ ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা ৷ প্রশাসনের কর্তারা এসেছিলেন ৷ তাঁরাও এ সবই জানতে চাইছেন ৷ প্রশাসনিক কর্তাদের কাছে স্বজনহারাদের নিবেদন, তাঁদের পেট চালানোর ব্যবস্থা করে দিতে হবে ৷

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে মৃত 17 শ্রমিকই মালদার

ভয়াবহ এই দুর্ঘটনায় ছোট ছেলে সারিফুলকে হারিয়েছেন আবদুল সাত্তার ৷ তিনি বলেন, “ছেলেটা ভোটের পর মিজোরামে কাজ করতে গেল ৷ এ নিয়ে দ্বিতীয়বার ৷ আজ সকালে মাঠে কাজ করতে গিয়েছিলাম ৷ তখনই বাড়ি থেকে ফোন পাই ৷ শুনি ছেলে যেখানে কাজ করছিল, সেই ব্রিজ ভেঙে গিয়েছে ৷ বাড়ি ফেরার পথেই শুনি, ছেলে মারা গিয়েছে ৷ এই এলাকায় কাজ পাওয়া যায় না ৷ কাজ মিললেও ভালো মজুরি জোটে না ৷ এলাকার সবাই বাইরে কাজ করতে যায় ৷ তাই আমার ছেলেও মিজোরামে কাজ করতে গিয়েছিল ৷” একই বক্তব্য সারিফুলের মা সামনুর বিবিরও ৷

তবে এলাকায় যে কাজ নেই, সেকথা মানতে নারাজ তৃণমূলের রতুয়া 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক চণ্ডীদাস কুমার ৷ তাঁর দাবি, “এই গ্রামের প্রায় 25 জন শ্রমিক মিজোরামে রেল ব্রিজ নির্মাণের কাজে গিয়েছিলেন ৷ আজ সকালে ব্রিজ ভেঙে 18 জন শ্রমিক মারা গিয়েছেন ৷ এই 18 জনের নাম আমরা পেয়েছি ৷ তবে, ওখানে এখনও উদ্ধার কাজ চলছে ৷’’ তবে, রাজ্যে কাজের সুযোগ না থাকার অভিযোগে তাঁর দাবি, এখানে কাজের প্রচুর সুযোগ রয়েছে ৷ কিন্তু, যাঁরা ভিনরাজ্যে কাজে যান ৷ তাঁরা এসব কাজে পারদর্শী ৷ তাই বেশি টাকা রোজগারের জন্য তাঁরা বাইরে যান ৷

Last Updated :Aug 23, 2023, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.