ETV Bharat / state

দুই পরিবারের জমি বিবাদের জেরে তুমুল বোমাবাজি, আহত অন্তত 10

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 8:59 PM IST

Bombing Due to Land Controversy
দুই পরিবারের জমি বিবাদের জেরে তুমুল বোমাবাজি

Bombing Due to Land Controversy: জমি নিয়ে দীর্ঘদিনের বচসা ঘিরে বোমাবাজি ৷ আর সেই বোমাবাজির কারণেই আহত কমপক্ষে 10 জন ৷

জমি বিবাদের জেরে তুমুল বোমাবাজি মালদায়

মালদা, 25 ডিসেম্বর: বড়দিনে জমিবিবাদ ঘিরে অশান্তি ৷ কয়েক কাঠা জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল মানিকচক ব্লকের জালালপুর গ্রাম ৷ মুড়িমুড়কির মতো পড়ল বোমা ৷ বোমার আঘাতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত 10 জন ৷ আহতদের স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গুরুতর অবস্থায় তিনজনকে মালদা মেডিক্যাল হাসপাতালে রেফার করে দিয়েছেন সেখানকার চিকিৎসকরা ৷ বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও কোনও তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ৷ ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় ৷

মুকলেশ আলি ও আজগর আলি জালালপুর গ্রামের বাসিন্দা ৷ পাশাপাশি বাড়ি দু'জনের ৷ কয়েক কাঠা জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে ৷ স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার বিকেলে এই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে ৷ রাত পর্যন্ত সেই ঝামেলা চলে ৷ সোমবার সকাল থেকে ফের বচসায় জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা ৷ হঠাৎ শুরু হয়ে যায় বোমাবাজি ৷ মুহুর্মুহু পড়তে থাকে বোমা ৷ বোমার আঘাতে শুধু দুই পরিবারের সদস্যরা নয় আহত হন একজন গ্রামবাসীও ৷ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এখনও গ্রামে বহাল রয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷
ঘটনায় আহত হায়দার আলি বলেন, "এই জমি বিবাদের জেরে গতকাল রাতেও দুই পরিবারের মধ্যে মারামারি হয়েছিল ৷ আজ সকাল হতেই হাঁসুয়া-লাঠি-বোমা নিয়ে আজগর ও তার ছেলেরা আমাদের উপর হামলা চালায় ৷ মারধর করতে ওরা আমাদের বাড়ি পর্যন্ত চলে আসে ৷ ওরা 20-25 জন ছিল ৷ ওদের সঙ্গে মেয়েরাও ছিল ৷ ওরা আমাদের উপর বোমা ছুড়তে শুরু করে ৷ ওরা শ্যমসুন্দরিটোলা গ্রামে আমাদের জমি জোর করে দখল করে রেখেছে৷ অথচ জমির কাগজপত্র সব আমাদের নামে রয়েছে ৷ আমরা এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাব ৷"
মুকলেশও আহত হয়েছেন এই ঘটনায় ৷ তিনি বলেন, "আজগর আর আমাদের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের ৷ এই ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে ৷ গতকাল রাতেও ঝামেলা হয় ৷ আমার বাড়ির সামনে মারপিট করেছিল ওরা ৷ আজ সকালে আজগর ও তার দলবল ফের আমাদের উপর হামলা চালায় ৷ এই ঘটনায় পুলিশ আমাদের একজনকে হাসপাতাল থেকে ধরে নিয়ে গিয়েছে ৷ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল ৷"

অভিযুক্ত আজগরকে এদিন পাওয়া যায়নি ৷ খবর নেই তার পরিবারেরও ৷ প্রাথমিকভাবে সবার অনুমান, তারা গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে ৷ মানিকচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ গ্রামে যাতে শান্তি বজায় থাকে, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবতীকে শিকলে বেঁধে পুড়িয়ে হত্যা ! ঘটনায় গ্রেফতার বন্ধু
  2. প্রেমে বাধা পেয়ে বাবাকে গাড়িতে পিষে মারল নব বিবাহিতা মেয়ে, সঙ্গী প্রেমিক!
  3. কুকুর নিয়ে বচসা, ইন্দোরে যুবকের লাথিতে মৃত্যু বৃদ্ধার !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.