ETV Bharat / state

Malda Skull Recovery: মালদা শহরের প্রাণকেন্দ্রে খুলি উদ্ধারের তদন্তে স্নিফার ডগ-বম্ব স্কোয়াড

author img

By

Published : Dec 21, 2022, 2:46 PM IST

Updated : Dec 21, 2022, 4:28 PM IST

মঙ্গলবার মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মানুষের মাথার খুলি উদ্ধার হয় (Malda Skull Recovery) ৷ বুধবার তদন্তে স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ এছাড়া বম্ব স্কোয়াডও (Bomb Squad) এলাকায় তল্লাশি চালিয়েছে ৷

Malda Skull Recovery
মালদায় তল্লাশি

মালদায় তল্লাশি

মালদা, 21 ডিসেম্বর: গতকাল, মঙ্গলবার মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় মানুষের মাথার খুলি উদ্ধারের (Malda Skull Recovery) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খুলিটি উদ্ধার করে ইতিমধ্যে ফরেন্সিকে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ । আজ, বুধবার ঘটনাস্থলে স্নিফার ডগ (Sniffer Dogs) ও বম্ব স্কোয়াড (Bomb Squad) নিয়ে পুরো এলাকায় তল্লাশি চালায় ইংরেজবাজার থানার পুলিশ । ঘটনার তদন্তে অগ্রগতি পেতে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে পুলিশের তরফে ৷

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর 3টে নাগাদ জেলাশাসকের অফিস ও ইংরেজবাজার থানা থেকে প্রায় 200 মিটার দূরে মানুষের মাথার খুলি উদ্ধার হয় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা (Malda) শহর জুড়ে । স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উঠতে থাকে একাধিক প্রশ্ন । গতকালই সেই খুলি উদ্ধার করে মালদা মেডিক্যালের ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে পুলিশ ।

সেই রিপোর্ট পেলেই বলা সম্ভব হবে উদ্ধার হওয়া খুলি পুরুষের না মহিলার । গতকালই ওই খুলির পাশ থেকে একটি পরিত্যক্ত ব্যাগও উদ্ধার হয় । আজ ঘটনাস্থলে স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড নিয়ে চল্লাশি চালায় ইংরেজবাজার থানার পুলিশ । পাশাপাশি ঘটনার তদন্তে অগ্রগতি পেতে ইতিমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ।

এদিকে, ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে । শহরের প্রাণকেন্দ্রে কীভাবে কেউ বা কারা মাথার খুলি ফেলে যেতে পারে ? সেই প্রশ্নই এখন ব্যবসায়ীদের মধ্যে বড় হয়ে দাঁড়িয়েছে ৷ অবিলম্বে শহরের মূল এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর প্রয়োজন রয়েছে ।

স্থানীয় বাসিন্দা পল দাস বলেন, “গতকাল এই এলাকায় একটি মাথার খুলি উদ্ধার হয়েছিল । আজ থানার লোকজন কুকুর নিয়ে এলাকায় তল্লাশি চালাচ্ছে । এলাকায় দেহের আরও অংশ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ । এলাকা থেকে পরিত্যক্ত ব্যাগও পাওয়া গিয়েছে । স্বভাবতই কেউ বোমাও রেখে যেতে পারে । সেই কারণে বম্ব স্কোয়াডও পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে । এই এলাকা শহরের মূল অংশ। পাশে পৌরসভার পার্কিংজোন রয়েছে । কখন কে আসছে, যাচ্ছে তা জানতে অবশ্যই সিসিটিভি ক্যামেরা এই এলাকায় থাকা উচিত ।”

জেলা পুলিশ সুপার ফোনে ইটিভি ভারতকে জানান, উদ্ধার হওয়া খুলিটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । উদ্ধার হওয়া ওই খুলি পুরুষের না মহিলার, তা এখনও বলা সম্ভব নয় । খুলিটি কতদিনের পুরনো তাও পরীক্ষার পর বলা সম্ভব হবে । ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করা হয়েছে । সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করা হবে ।

আরও পড়ুন: শহরের প্রাণকেন্দ্রে পরিত্যক্ত ব্যাগে মিলল কাটা মুন্ডু, চাঞ্চল্য মালদায়

Last Updated : Dec 21, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.