ETV Bharat / state

Severed Head found: শহরের প্রাণকেন্দ্রে পরিত্যক্ত ব্যাগে মিলল কাটা মুন্ডু, চাঞ্চল্য মালদায়

author img

By

Published : Dec 20, 2022, 4:37 PM IST

Updated : Dec 20, 2022, 5:32 PM IST

চাঞ্চল্যকর ঘটনা মালদায় ৷ ভর দুপুরে শহরের প্রাণকেন্দ্রে পরিত্যক্ত ব্যাগে মিলল মানুষের কাটা মাথা (Severed Head found) ৷ অন্যান্য দেহাংশের খোঁজ করে ইংরেজবাজার থানার পুলিশ ৷

ETV Bharat
মালদায় উদ্ধার কাটা মাথা

চাঞ্চল্যকর ঘটনা মালদায়

মালদা, 20 ডিসেম্বর: মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় সংলগ্ন পুরাতন হাসপাতালের মাঠের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে একটি মানুষের কাটা মুন্ডু পাওয়া গিয়েছে (Severed Head found) । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আজ বেলা তিনটে নাগাদ স্থানীয় কিছু বাসিন্দা মাঠের প্রাচীরের এক কোনায় পরিত্যক্ত একটি ব্যাগে একটি কাটা মাথা দেখতে পান । নিমেষে সেই খবর চাউর হয়ে যায় পুরো এলাকায় । পথ চলতি মানুষজন ওই এলাকায় ভিড় জমাতে শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশও (English Bazar Police) । ঘটনাস্থলের আশেপাশে দেহের কোন অংশ পড়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখে পুলিশ আধিকারিকরা ।

এদিন প্রস্তাবিত পুলিশ অফিস ভবন চত্বর সংলগ্ন এলাকা থেকে মিলল মানুষের মাথাটি ৷ ঘটনাস্থল থেকে জেলাশাসকের অফিসের দূরত্ব মেরে কেটে 200 মিটার ৷ ইংরেজবাজার থানা 250 মিটার দূরেই ৷ ঘটনাস্থল থেকে মুন্ডু উদ্ধার করে মালদা মেডিক্যালে ফরেন্সিকে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

মালদা শহরের সবচেয়ে জনবহুল এলাকা পোস্ট অফিস মোড় ৷ ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় প্রতিনিয়ত কয়েকশো মানুষের আনাগোনা ৷ সেই জনবহুল এলাকার পাশেই রয়েছে পুরোনো হাসপাতাল চত্বর ৷ ওই এলাকার একপাশে পুলিশ সুপারের অফিসের প্রস্তাব রয়েছে ৷ ওই মাঠের অন্যপান্তে ইংরেজবাজার পৌরসভার পার্কিং ৷

Severed Head found
পরিত্যক্ত ব্যাগে মিলল কাটা মুন্ডু

এনিয়ে জেলা পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মুন্ডুটি তিন মাসের পুরোনো ৷ মুন্ডুতে খানিকটা চুল রয়েছে ৷ সেই চুল দেখে পুলিশের একাংশ মনে করছে মুন্ডুটি কোনও পুরুষের ৷ যদিও মুন্ডুর গঠন দেখে তদন্তকারী অফিসারদের কেউ কেউ মনে করছে তা কোনও মহিলার ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ৷

ঘটনাস্থল সংলগ্ন পৌরসভার পার্কিংয়ের দায়িত্বে থাকা পৌরকর্মী বিট্টু চট্টোপাধ্যায় বলেন, "দুপুর আড়াইটে নাগাদ আমি ডিউটিতে আসি ৷ দেখি এখানে কিছু মানুষ ভিড় করে রয়েছে ৷ শুনতে পেলাম এই এলাকা থেকে মানুষের মাথার মুন্ডু মিলেছে ৷ এরপরেই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে ওই মুন্ডু উদ্ধার করে নিয়ে গেল ৷ দেখার পর মনে হয়েছে মুন্ডুটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৷ উদ্ধার হওয়া মুন্ডুটি পুরুষের না মহিলার, তা আমরা অনুমান করতে পারিনি ৷ এই এলাকায় অনেক লোকজন যাতায়াত করে, স্বভাবতই ওই মুন্ডু এখানে কীভাবে এল তা বোঝা যাচ্ছে না ৷ শহরের প্রাণকেন্দ্রে থাকা পার্কিংজোন সংলগ্ন এলাকায় মুন্ডু উদ্ধার হওয়ায় ঘটনায় আতঙ্ক তো মানুষের মধ্যে দেখা দেবেই ৷"

আরও পড়ুন: তৃতীয় সেমেস্টারের পরীক্ষার দিন আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র !

Last Updated : Dec 20, 2022, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.