ETV Bharat / state

দ্রুত কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে মালদায় অবস্থান বিক্ষোভ হবু প্রাথমিক শিক্ষকদের

author img

By

Published : Feb 20, 2021, 2:23 PM IST

নিয়োগের দাবিতে মালদায় অবস্থান বিক্ষোভ হবু প্রাথমিক শিক্ষকদের
নিয়োগের দাবিতে মালদায় অবস্থান বিক্ষোভ হবু প্রাথমিক শিক্ষকদের

টেট হয় 2014 সালের মার্চ মাসে ৷ লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের 2015 সালের ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় ৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে 10 ফেব্রুয়ারি তার নিয়োগ তালিকা প্রকাশিত হয় ৷ এদিকে তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে যায় কাউন্সেলিং ও নিয়োগ প্রক্রিয়া ৷ ইতিমধ্যে প্রায় 600 জনের সেই প্রক্রিয়া শেষ হয়েছে ৷ কিন্তু, এখনও প্রায় 250 জনের প্রক্রিয়া শুরু হয়নি ৷ বাকিদের দ্রুত নিয়োগের দাবিতে অবস্থানে বসেন চাকরিপ্রার্থীরা ।

মালদা, 20 ফেব্রুয়ারি : দ্রুত কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে গতকাল সন্ধেবেলায় মালদায় অবস্থানে বসেন হবু প্রাথমিক শিক্ষকেরা । সদ্য প্রকাশিত 2014 সালের টেট উত্তীর্ণদের প্যানেলে নাম থাকা হবু প্রাথমিক শিক্ষকেরা বিক্ষোভ দেখায় ৷ শহরের বার্লো গার্লস হাইস্কুলের সামনে চলে এই বিক্ষোভ । যদিও পরে এই বিক্ষোভ তুলে নেয় তাঁরা । অন্যদিকে, জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের সঙ্গে যোগাযোগ না হওয়ায় এনিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

বাম আমলে 2009 থেকে 2010 সালে মালদা জেলার প্রাথমিক স্কুলগুলিতে 1 হাজার 331 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা দপ্তর ৷ তারপরেই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে ৷ নতুন সরকার ক্ষমতায় আসার পর পুরোনো বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে ৷ এনিয়ে আদালতে বহু মামলা হয়েছে ৷ এই বিজ্ঞপ্তির ভিত্তিতে তিনবার লিখিত পরীক্ষা হয় ৷ শেষবার সেই পরীক্ষা হয় 2014 সালের মার্চ মাসে ৷ লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের 2015 সালের ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় ৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে 10 ফেব্রুয়ারি তার নিয়োগ তালিকা প্রকাশিত হয় ৷ প্রকাশিত সেই তালিকায় 1 হাজার 320 জনের নাম রয়েছে ৷ তবে এদের মধ্যে অনেকে অন্য জায়গায় কাজ করছেন । অনেকে আবার বয়স বা বিভিন্ন কারণে চাকরিতে যোগ দিতে পারছেন না বলে জানা গিয়েছে ৷

এদিকে তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে যায় কাউন্সেলিং ও নিয়োগ প্রক্রিয়া ৷ ইতিমধ্যে প্রায় 600 জনের সেই প্রক্রিয়া শেষ হয়েছে ৷ কিন্তু, এখনও প্রায় 250 জনের প্রক্রিয়া শুরু হয়নি ৷ তাঁদের দ্রুত কাউন্সেলিং ও নিয়োগের দাবিতেই গতকাল মালদায় বার্লো হাইস্কুলের সামনে অবস্থানে বসেন চাকরিপ্রার্থীরা ৷ এক প্রার্থী মহম্মদ আতারুল মোমিন বলেন, “ইতিমধ্যে দুই ধাপে প্রায় 600 জনের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে ৷ তাঁরা কাজে যোগও দিয়েছে ৷ আমাদের সেই প্রক্রিয়া কবে হবে, কিছুই জানি না ৷ "

তিনি আরও বলেন, "ডিআই বলছেন তাঁর কাছে কোনও খবর নেই ৷ আমাদের বলা হয়েছে, মোবাইলে এসএমএস আসবে ৷ কিন্তু কিছুই আসেনি ৷ আমরা এখনই কাউন্সেলিং-এর তারিখ চাই ৷ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে ৷ কিন্তু প্রথম দুটি ধাপে ডিআই এই কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছেন ৷ তাই তাঁকেই আমাদের কাউন্সেলিং-এর ব্যবস্থা করতে হবে ৷ এখনও পর্যন্ত 577 জন শিক্ষক ও 42 জন প্যারাটিচারের নিয়োগ হয়ে গিয়েছে ৷ আমাদের আরও দাবি, বাইরে কোথাও নয়, আমাদের এই জেলাতেই নিয়োগ করতে হবে ৷”

এনিয়ে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক ও সংসদের চেয়ারম্যান সুনীতি সাঁপুইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ কিন্তু তিনি ফোন ধরেননি ৷ তবে দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী উপর থেকে প্যানেলের লিস্ট এলে সেই অনুযায়ী কাউন্সেলিং ও নিয়োগ করা হয় ৷ প্রথম দু'টি লিস্ট চলে আসায় সেখানে নাম থাকা সবার কাউন্সেলিং ও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে ৷ কিন্তু বাকিদের তালিকা এখনও আসেনি ৷ সেই তালিকা এলেই বাকিদেরও নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.