ETV Bharat / state

বৈষ্ণবনগরে জালনোটসহ ধৃত ৩

author img

By

Published : Jun 5, 2020, 7:07 PM IST

Police arrested 3 person with fake note
Police arrested 3 person with fake note

75টি 2 হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার তিন পাচারকারী ৷ মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা ৷ অপরদিকে, কালিয়াচক থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

মালদা, 5 জুন: গোপন সূত্রে খবর পেয়ে দেড় লাখ টাকার জালনোট উদ্ধার ৷ মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা৷ ঘটনায় তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের নাম আলমগীর শেখ (20), রাইহান আলি (19) ও শ্যাম সরকার (28)৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ 34 নম্বর জাতীয় সড়কের উপর অভিযান চালায়৷ জাতীয় সড়ক ধরে ফরাক্কার দিকে যাওয়া একটি মোটরবাইক থামান পুলিশকর্মীরা৷ ওই বাইকে তিন যুবক ফরাক্কার দিকে যাচ্ছিল৷ তাদের জেরা করে সন্তোষজনক উত্তর না মেলায় পুলিশকর্মীরা তল্লাশি চালান৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় 75টি দুই হাজার টাকার জালনোট৷ গ্রেপ্তার করা হয় তিন যুবককে৷ জালনোট সহ বাজেয়াপ্ত করা হয় তাদের মোটরবাইক ও তিনটি মোবাইল ফোন৷ পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়৷ আলমগীরের বাড়ি চকদেওনাপুর গ্রামে৷ রাইহান ও শ্যাম পারদেওনাপুর পোস্ট অফিস পাড়া ও দেওনাপুর বসন্ত মণ্ডল পাড়ার বাসিন্দা৷ ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

অপরদিকে, আজ সকালে কালিয়াচক থানার গাড্ডামোড় এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের নাম আলিউল শেখ ওরফে আশিক (19)৷ বাড়ি কালিয়াচক থানার খাসচাঁদপুর গ্রামের সাহুপাড়ায়৷ তার কাছ থেকে একটি 7.65 মিলিমিটার স্বয়ংক্রিয় পিস্তল বাজেয়াপ্ত করা হয়৷ পিস্তলের মধ্যে সাত রাউন্ড কার্তুজ লোড করা ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক বড় কোনও সমাজবিরোধী দলের সঙ্গে যুক্ত৷ তদন্তের স্বার্থে জেলা আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.