ETV Bharat / state

Panchayat Election Results 2023: টাই হওয়া আসনে তৃণমূলকে অনৈতিকভাবে জেতাচ্ছেন রিটার্নিং অফিসার, অভিযোগ বিরোধীদের

author img

By

Published : Jul 11, 2023, 10:19 PM IST

মালদায় টাই হওয়া আসনে তৃণমূলকে অনৈতিকভাবে জেতানোর অভিযোগ উঠল রিটার্নিং অফিসার তথা বিডিও'র বিরুদ্ধে ৷ এই অভিযোগ করেছেন বিরোধী প্রার্থীরা ৷

Bengal Panchayat Election Results 2023
তৃণমূলকে অনৈতিকভাবে জেতানো

টাই হওয়া আসনে তৃণমূলকে অনৈতিকভাবে জেতাচ্ছেন রিটার্নিং অফিসার

মালদা, 11 জুলাই: পঞ্চায়েত ভোটের কোনও আসনের ফলাফল টাই হলেই রিটার্নিং অফিসারের ইশারায় তা হয়ে যাচ্ছে তৃণমূলের ৷ অনৈতিকভাবে তৃণমূলকে জেতাচ্ছেন বিডিও ৷ মালদায় এমনই ভয়ঙ্কর অভিযোগ তুলল বিরোধীরা ৷ এর আগে ভোটের দিন শাসকের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুটের মতো একাধিক অভিযোগ উঠেছিল ৷ তৃণমূল শিবির যে তাতেও নিজেদের উপর ভরসা করতে পারছে না, তা বারবার দাবি করে এসেছে বিরোধীরা ৷

বিরোধীরা আগেই অভিযোগ করেছিল, গণনার সময় শাসকের হয়ে ব্যাটিং করবে প্রশাসন ৷ বাস্তবেও কি তাই ঘটতে শুরু করল? অন্তত ইংরেজবাজারের দুটি গ্রাম পঞ্চায়েতের বিরোধী প্রার্থীরা সরাসরি ব্লক রিটার্নিং অফিসার তথা বিডিওর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন ৷ গণনা কেন্দ্রেই তাঁরা এ নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন ৷ তাঁদের একজন কংগ্রেস, অন্যজন বিজেপির প্রার্থী ৷ আরও একটি অদ্ভুত বিষয়, দুটি বুথের ফলই টাই হয়েছে ৷ তবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই প্রশাসনের ৷

ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বুথে এবার কংগ্রেসের প্রার্থী ছিলেন রেশমা খাতুন ৷ কাউন্টিং এজেন্ট ছিলেন তাঁর স্বামী শেখ মুন্না ৷ আজ সন্ধেয় মালদা জেলা স্কুলের গণনাকেন্দ্রে স্ত্রীকে পাশে রেখে তিনি বলেন, "আমাদের বুথে গ্রাম পঞ্চায়েতের দুটি ব্যালট বাক্স ছিল ৷ দুটি বাক্সের ব্যালট পেপার গণনার পর আমার স্ত্রী এবং শাসকদলের প্রার্থী নাজেমা বিবি, দু'জনেই 616টি করে ভোট পায় ৷ হঠাৎ করে ব্যালট বাক্সের বাইরে থেকে নতুন করে তৃণমূলের প্রতীকে ছাপ লাগানো একটি ব্যালট পেপার সেখানে নিয়ে আসা হয় ৷"

তিনি আরও বলেন, "বাইরে থেকে আনা ব্যালট পেপারটি গণনা কর্মীরা অন্য ব্যালটের সঙ্গে মিশিয়ে দেন ৷ ওই ব্যালট পেপার কোথায় থেকে আসল, তা নিয়ে আমি প্রশ্ন করি ৷ আমাকে কোনও জবাব দেওয়া হয়নি ৷ বিডিওর কাছে আমি দু'বার লিখিত আবেদন করেছি ৷ হাত জোড় করে আবেদন করেছি ৷ তিনি কোনও কথাই শুনছেন না ৷ আমি বারবার রিকাউন্টিংয়ের আবেদন জানালেও গ্রাহ্য করা হয়নি ৷ প্রশাসন তৃণমূলকে জেতাতে যা ইচ্ছে তাই করছে ৷"

নরহাট্টার পর বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথেও একই ছবি ৷ ওই বুথের বিজেপি প্রার্থী সুমিত্রা মণ্ডল বলেন, "গণনার পর দেখা যায়, আমার বুথে তৃণমূল প্রার্থী আর আমি দু'জনেই 318টি করে ভোট পেয়েছি ৷ কিন্তু টেবিলে আরও চারটি ব্যালট পেপার ছিল ৷ তার হিসাব গণনাকর্মীরা দিতে পারছেন না ৷ রিকাউন্টিংয়ের জন্য আমি বিডিওকে লিখিত আবেদন করি ৷ কিন্তু তিনি রিকাউন্টিং করার নির্দেশ দেননি ৷ তিনি তৃণমূল প্রার্থী শান্তনা মণ্ডলকে জয়ী ঘোষণা করে দেন ৷ প্রশাসন যে এভাবে চক্ষুলজ্জার মাথা খেয়ে তৃণমূলের হয়ে মাঠে নেমে পড়বে, ভাবতে পারিনি ৷"

আরও পড়ুন: নির্দল প্রার্থীর প্রতীকে ছাপ পড়া ব‍্যালট নিয়ে চম্পট দিলেন পরাজিত তৃণমূল প্রার্থীর এজেন্ট !

প্রসঙ্গত, 2018 পঞ্চায়েত নির্বাচনেও প্রশাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে এমন অভিযোগ উঠেছিল ৷ এবারও সেই অভিযোগ উঠতে শুরু করল মালদা জেলায় ৷ বিরোধীদের প্রশ্ন, এভাবে আর কতদিন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.