ETV Bharat / state

Teacher molests minor student: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন ! গ্রেফতার প্রাথমিক শিক্ষক

author img

By

Published : Apr 14, 2022, 1:41 PM IST

বাড়িতে ডেকে নাবালিকা ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে (Teacher molests minor student) ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ।

Minor student allegedly molested by primary school teacher at Malda
নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন ! গ্রেফতার প্রাথমিকের শিক্ষক

মালদা, 14 এপ্রিল: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে (Teacher molests minor student)। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর এলাকায় (Malda molestation case)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বিকেলে নির্যাতিতা ছাত্রী (11) প্রশান্ত মণ্ডল নামে এক শিক্ষকের বাড়িতে টিউশন পড়তে যায় (Minor student allegedly molested by primary school teacher)। সে দিন বাসন্তী পুজো থাকায় প্রশান্তর বাড়ির লোকজন পুজো দেখতে গিয়েছিল । অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রশান্ত ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে । বিষয়টি চেপে যাওয়ার জন্য নির্যাতিতা ছাত্রীকে হুমকি দেয় প্রশান্ত । এরপরে বাড়ি ফিরে যায় ওই ছাত্রী ।

হঠাৎ মেয়ের স্বভাবে পরিবর্তন লক্ষ্য করে সন্দেহ হয় পরিবারের । পরিবারের লোকজন নির্যাতিতা ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয় জানতে পারেন । এরপরই প্রশান্তের বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগের ভিত্তিতে গতকাল হবিবপুর থানার পুলিশ প্রশান্তকে গ্রেফতার করে ।

আরও পড়ুন : খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

নির্যাতিতা ছাত্রীর বাবা জানান, সোমবার মেয়ের টিউশন ছিল না । সন্ধের আগে শিক্ষক তাঁর স্ত্রীকে ফোন করে মেয়েকে টিউশন পড়তে পাঠাতে বলেন । তাঁর স্ত্রী সেই মতো মেয়েকে পড়তে পাঠান । ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে এলে মেয়ের স্বভাবে কিছু পরিবর্তন দেখা যায় । সে দিন মেয়ে কাউকে কিছু জানায়নি । পরদিন তাঁর স্ত্রী মেয়ের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন । এরপরই তাঁরা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ।

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে প্রশান্ত মণ্ডল (45) নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে । প্রশান্ত পার্শ্ববর্তী একটি ব্লকের প্রাইমারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি বাড়িতে গৃহশিক্ষকতা করত । ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে । গতকাল ধৃতকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

আরও পড়ুন: Minor Girl Rape at Raiganj : এবার রায়গঞ্জ, দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.