ETV Bharat / state

Mamata Slams Suvendu: নিয়োগ দুর্নীতিতে নাম না করে শুভেন্দুকে তোপ মমতার, আদালতের কাছে খতিয়ে দেখার আবেদন

author img

By

Published : Jan 31, 2023, 2:02 PM IST

Updated : Jan 31, 2023, 2:52 PM IST

Mamata Slams Suvendu
Mamata Slams Suvendu

মঙ্গলবার মালদায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলেছেন তিনি ৷

মালদা, 31 জানুয়ারি: নিয়োগ দুর্নীতিতে একের পর নাম জড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতাদের ৷ এই পরিস্থিতিতে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শুভেন্দুও নিয়োগ দুর্নীতিতে জড়িত বলেও ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তিনি ৷ তাই এই বিষয়টিকে আদালতকে খতিয়ে দেখার জন্য আবেদনও করেছেন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় প্রশাসনিক সভা করেন ৷ সেই সভার মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু-সহ বিভিন্ন সম্প্রদায়কে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন ৷ পাশাপাশি তিনি নিশানা করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে (BJP) ৷ ওই দলকে তিনি হিংসুকুটে বা হিংসুটে বলেও কটাক্ষ করেন ৷ তার পর বলেন, ‘‘পয়সা দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই ৷’’

বিজেপি প্রায়ই তৃণমূল কংগ্রেসকে চোরেদের দল বলে কটাক্ষ করে ৷ এদিন মঞ্চ থেকে কার্যত তারই পালটা হুঁশিয়ারি ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বলেন, ‘‘আমরা চোর হলে, তোরা ডাকাত ৷’’ এর পরই তিনি নাম না করে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন ৷ মমতার কথায়, ‘‘আমি খুশি যে কয়েকটা ডাকাত-গদ্দার আমার দল থেকে চলে গিয়েছে ৷’’

প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর থেকে তৃণমূলের একাধিক নেতাকে শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ বলে আক্রমণ করতে দেখা গিয়েছে ৷ মমতাও বলেছেন ৷ তবে কখনও নাম করেননি শুভেন্দুর ৷ এদিনও তাঁর মুখে একবারও শুভেন্দুর নাম শোনা যায়নি ৷ তবে তা না করেই তিনি কার্যত নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতাকে ৷

মমতা দাবি করেন, পুরুলিয়ায় নিয়োগের জন্য বরাদ্দ যে শূন্যপদ ছিল, তা কেড়ে নেওয়া হয়েছিল ৷ তিনি জানতে পেরে পরে সেই শূন্যপদ আবার তৈরি করে চাকরির ব্যবস্থা করেন ৷ এই বিষয়টি আদালতের খতিয়ে দেখা উচিত বলেও তিনি জানান ৷ তিনি বলেন, ‘‘মাননীয় আদালতকে দু’পায়ে প্রণাম করে বলব একবার খোঁজ নিয়ে দেখুন ৷’’ একই সঙ্গে শুভেন্দুকে সর্বস্ব বিশারদ বলেও কটাক্ষ করেছেন মমতা ৷

আরও পড়ুন: ওবিসিদের জন্য মেধাশ্রীর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated :Jan 31, 2023, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.