ETV Bharat / state

Hawker Death: জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন ফেরিওয়ালা

author img

By

Published : Apr 8, 2023, 7:04 PM IST

ফেরিওয়ালার নৃশংস খুনে হস্তক্ষেপ মন্ত্রীর ৷ নেপথে জমি সংক্রান্ত ঝামেলা বলে মনে করেন মৃতের স্ত্রী'র ৷ মোস্তাক শেখের খুনিদের দ্রুত গ্রেফতারিতে হস্তক্ষেপ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও ৷

Hawker Death
ফেরিওয়ালার নৃশংস খুন

জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন ফেরিওয়ালা

মালদা ও উত্তর দিনাজপুর, 8 এপ্রিল: নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদই ৷ তারই জেরে পাশের জেলায় গলা কেটে খুন করা হয়েছে কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েতের জোতপরম চামাটোলার মোস্তাক শেখকে ৷ শুধু ভিনজেলার পুলিশই নয়, এই ধারণা নিহতের স্ত্রীরও ৷ মোস্তাকের খুনিদের দ্রুত গ্রেফতারিতে হস্তক্ষেপ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও ৷ মন্ত্রীর নির্দেশ পেয়ে তৎপর হয়েছে পুলিশও ৷

কালিয়াচকের বাসিন্দা 47 বছরের মোস্তাক শেখ পেশায় ছিলেন ফেরিওয়ালা ৷ স্ত্রী সুলতানা খাতুন, 12 বছরের মেয়ে সিদরাতুন নিশা, 10 বছরের ছেলে সাহনওয়াজ কালিমি আর দু'বছরের ছোট মেয়ে রুসেদা পারভিন নিয়েই ছিল তাঁর সংসার ৷ 10-12 বছর ধরে তিনি হেমতাবাদ থানার গ্রামেগঞ্জে মেয়েদের পোশাক-সহ প্লাস্টিক ও ফাইবারের জিনিসপত্র ফেরি করতেন ৷ শুক্রবার সকালে হেমতাবাদের টিটিহি কালীতলা গ্রামে একটি ভুট্টাখেতে তাঁর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ ধর থেকে প্রায় 15 মিটার দূরে পড়ে ছিল কাটা মুণ্ডু ৷ খবর পেয়ে মোস্তাকের ধর ও মুণ্ডু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠায় হেমতাবাদ থানার পুলিশ ৷ ওই দিন রাতে মোস্তাককে গ্রামে কবরস্থ করা হয়েছে ৷

দীর্ঘ বছর ধরে হেমতাবাদের বাঙালবাড়ি এলাকার সইফুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন মোস্তাক ৷ ওই বাড়িতে ভাড়া থাকেন কালিয়াচক ও মোথাবাড়ি এলাকার আরও কিছু ফেরিওয়ালা ৷ গতকাল সকালে সাইকেলে মাল গুছিয়ে বেরিয়ে পড়েন মোস্তাক ৷ পৌনে সাতটা নাগাদ তাঁকে মহাজনবাড়ি এলাকায় একটি চায়ের দোকানে দেখা গিয়েছিল ৷ সাতটা নাগাদ ফোন করে তিনি স্ত্রীর সঙ্গে কথা বলেন ৷ 7.20 নাগাদ রাস্তায় তাঁকে দেখেন হেমতাবাদ থানার এক সিভিক ভলান্টিয়ার ৷ তারপর থেকেই তাঁকে আর দেখা যায়নি ৷ আটটা নাগাদ কয়েকজন গ্রামবাসী ভুট্টাখেতে তাঁর মুণ্ডহীন দেহ দেখতে পান ৷

ঘটনার তদন্তে নেমে হেমতাবাদ থানার পুলিশের অনুমান, জমি সংক্রান্ত কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ কারণ, দীর্ঘ বছর ধরে এলাকায় জিনিস ফেরি করায় মোস্তাক হেমতাবাদে পরিচিত মুখ ৷ কয়েক বছর ধরে তিনি অন্যের জমি ও আম-লিচুর বাগান লিজ নিয়ে চাষ শুরু করেছিলেন ৷ এবারও তিনি বিঘাচারেক লিজের জমিতে ভুট্টা লাগিয়েছিলেন ৷ সেই জমিতেই তাঁকে খুন করা হয়েছে ৷ তাই এখন খুনের সঙ্গে জমি বিবাদের সূত্র মেলানোর চেষ্টা চালাচ্ছে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

মোস্তাকের স্ত্রী সুলতানা খাতুন জানান, 13 দিন আগেই চিনি বাড়ি থেকে গিয়েছিলেন ৷ তাঁরা চারজন একসঙ্গে থাকতেন ৷ কিছুদিন ধরে তাঁকে সেই ভাড়া বাড়ি থেকে বের করার চেষ্টা হচ্ছিল ৷ সেই সময় ওখানকার এক পোলট্রি মুরগি বিক্রেতা রফিকুল তাঁকে তাঁর বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিলেন ৷ তাঁর স্বামীর খুনের বিষয়ে রফিকুল সব জানেন বলে তিনি দাবি করেন ৷ সুলতানা বলেন, "সে নিজেও এই কাজে জড়িত থাকতে পারে ৷ অন্তত আমার সেটা ধারণা ৷ স্বামী ছাড়া তিনটে ছেলেমেয়ে নিয়ে আমি কীভাবে থাকব ! পরিবারে তো উপার্জন করার মতো কেউ নেই ৷ আমার মনে হয়, এই ঘটনার পিছনে জমি সংক্রান্ত ঝামেলা রয়েছে ৷ আমার স্বামী ওখানে আম-লিচুর বাগান কিনত ৷ লিজে জমি নিয়ে ভুট্টা চাষ করত ৷ এসব নিয়ে রফিকুলের ভাগনে রিন্টু একজনকে অনেক কথা বলেছে ৷ আমার স্বামীকে যে বা যারা এমন নৃশংস খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই ৷"

জোতপরম চামাটোলার পঞ্চায়েত সদস্য মহম্মদ মেহদুর রহমানও মনে করছেন, ঘটনার পিছনে জমি সংঘাত থাকতে পারে ৷ তিনি বলেন, "মোস্তাক আমার পিসির ছেলে৷ কখনও কোনও ঝামেলায় জড়িত ছিল না ৷ প্রায় 10 বছর ধরে হেমতাবাদে জিনিস ফেরি করত৷ ওখানে সে কিছু জমি লিজ নিয়েছিল ৷ ভুট্টাচাষ করেছিল ৷ ওই জমিতেই ওর গলাকাটা দেহ উদ্ধার হয়েছে ৷ ওই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ আমি বিষয়টি সাবিনাদিকেও জানিয়েছি ৷ তিনি এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন ৷ আমরা চাই, মোস্তাকের খুনিরা দ্রুত ধরা পড়ুক ৷ ওদের কঠোর শাস্তি হোক ৷"

নিহত মোস্তাক ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সংসদীয় এলাকার বাসিন্দা ৷ সাবিনা জানিয়েছেন, ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত, তা নিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশ তদন্ত শুরু করেছে ৷ দোষীদের যাতে দ্রুত গ্রেফতার করা হয়, তার জন্য ওই জেলার পুলিশকে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: রিকশাচালকের বাড়িতে বিস্ফোরণ, ঘরের চাল উড়ে পড়ল পাশের বাড়ির উঠোনে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.