ETV Bharat / state

উলটপূরাণ, হাতজোড় করে ক্ষমা চেয়ে তৃণমূল থেকে পদ্মে ফিরলেন বিজেপি নেতা

author img

By

Published : Jun 27, 2021, 9:40 PM IST

তৃণমূল ছেড়ে ফের পুরনো দলে নাম লেখালেন বিধানসভা নির্বাচনে বিজেপির কো-কনভেনরের দায়িত্বে থাকা হরিশ্চন্দ্রপুরের দীপক ঋষি । দলীয় কর্মীদের সামনে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চেয়ে বিজেপিতে নাম লেখালেন দীপকবাবু ।

Malda BJP news
ছবি

মালদা, 27 জুন : তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক পড়েছে ৷ তবে এই চেনা স্রোতের উল্টোপথেও হাঁটতে দেখা গেল মালদায় ৷ বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেও হাতজোড় করে ক্ষমা চেয়ে পদ্মে ফিরলেন বিধানসভা ভোটের সময় কো-কনভেনরের দায়িত্বে থাকা নেতা ।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে হাওয়া ধরেছিল । হাওয়ার সঙ্গে সুর মিলিয়ে ছিলেন তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্ব থেকে শুরু করে বুথ স্তরের কর্মীরাও । যোগ দিয়েছিলেন বিজেপিতে । ভোটের ফল ঘোষণা হতেই যেন মাথায় বজ্রাঘাত । বিশাল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তৃণমূল । এরপরেই রাজ্যজুড়ে একে একে তৃণমূলের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে বহু নেতা-নেত্রীদের ।

শাসকদলের তালিকায় নাম লেখাতে যখন লাইন পড়ে রয়েছে, সেই সময় অন্য ছবি ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরে । তৃণমূল ছেড়ে বিরোধী দলে নাম লেখালেন বিধানসভা নির্বাচনে বিজেপির কো-কনভেনরের দায়িত্বে থাকা হরিশ্চন্দ্রপুরের দীপক ঋষি । দলীয় কর্মীদের সামনে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চেয়ে পুরানো দলে ফের নাম লেখালেন দীপকবাবু ।

হাতজোড় করে ক্ষমা চেয়ে পদ্মে ফিরলেন বিজেপি নেতা

দীপকবাবু বলেন, “বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বন্ধুদের সঙ্গে আবেগের বশে আমিও তৃণমূলে যোগদান করেছিলাম । কিন্তু তৃণমূলকে কোনওদিনই মন থেকে মেনে নিতে পারেনি । নিজের ভুল বুঝতে পেরে আমি ফের বিজেপিতে যোগ দিলাম।”

বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, “আজ আমাদের দলের কার্যক্রম ছিল । সেই কার্যক্রমের মাঝে হরিশ্চন্দ্রপুর বিধানসভার কো-কনভেনর দীপক ঋষি পুনরায় আমাদের দলে যোগদান করলেন । তাঁকে ভুল বুঝিয়ে বা অন্য কোনওভাবে শাসকদল নিজেদের দলে টেনেছিল । দীপকবাবু নিজের ভুল বুঝতে পেরে পুনরায় বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন । বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপির কর্মীদের ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে । সারা রাজ্যজুড়ে এই ঘটনা ঘটছে । বিজেপিকে ভাঙতে এই চক্রান্ত করা হচ্ছে । আর সেই চক্রান্তের শিকার হচ্ছেন বিজেপির কর্মী ও নেতারা ।”

আরও পড়ুন : শুভেন্দুকে অভিশাপ দিয়ে দিন কাটছে ? বেসুরো স্বীকারোক্তি ফর্মে প্রশ্ন দেবাংশুর

তৃণমূল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্ত বলেন, “বিষয়টি আমরা কর্মীদের মুখ থেকে শুনতে পেয়েছি । কয়েকদিন আগে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । আজ আবার উনি বিজেপিতে যোগ দিয়েছেন। এতে ব্লকে দলের কোনও প্রভাব পড়বে না । বিজেপি নেতৃত্ব ওঁর ওপর চাপ সৃষ্টি করে ওঁকে দলে নিয়ে গিয়েছেন । কারণ রেলের চাকরি দেওয়ার নাম করে উনি লক্ষ-লক্ষ টাকা তুলেছেন । বিজেপি যে অভিযোগ করছে চাপ সৃষ্টি করে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে, তা ভিত্তিহীন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যের বড় বড় নেতারা চিঠি দিয়ে তৃণমূলে যোগদান করার আবেদন করছেন । চাপ সৃষ্টি করে দলে কর্মী যোগদান করানোর নীতিতে তৃণমূল বিশ্বাসী নয় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.