ETV Bharat / state

প্রশাসনের নির্দেশ না মেনেই মহানন্দা পারাপার

author img

By

Published : Jul 14, 2020, 2:21 AM IST

Updated : Jul 14, 2020, 7:13 AM IST

mahananda ferry
মহানন্দা পারাপার

মালদা থানার IC শান্তিনাথ পাঁজা জানান, এই মুহূর্তে মহানন্দা বিপদসীমা ছুঁতে চলেছে ৷ নৌকায় যাত্রী পারাপার এখন বিপজ্জনক ৷ তাই অনুমতি থাকা ঘাট মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে ৷ কোনও নৌকায় 10-12 জনের বেশি যাত্রী নেওয়া চলবে না ৷

মালদা, 13 জুলাই : গত বছর দুর্গাপুজোর সময় চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দায় নৌকাডুবির স্মৃতি এখনও দগদগে ৷ সেই ঘটনায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের ৷ তারপর থেকেই জেলার নদীগুলিতে নৌকা চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন ৷ নদীতে জল বেড়ে গেলে বেশ কিছু ঘাট বন্ধ করে দেওয়া হয় ৷ এই মুহূর্তে মহানন্দার জলস্তর বিপদসীমা ছুঁইছুঁই ৷ পরিস্থিতি বুঝে বেশ কয়েকটি ঘাটে ফেরিনৌকা চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ পুরাতন মালদায় মহানন্দার 12টি ঘাটের মধ্যে 6টি ঘাটে নৌকায় যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে৷ কিন্তু তার মধ্যেও বেশ কিছু ঘাটে বিপজ্জনকভাবে চলছে যাত্রী পারাপার ৷ এমনকী অনুমতি না থাকা ঘাটগুলিতেও চলছে যাত্রী পারাপার ৷ খবর পেয়ে আজ প্রতিটি ঘাটে অভিযান চালায় মালদা থানার পুলিশ৷ একটি ঘাট থেকে বাজেয়াপ্ত করা হয় একটি নৌকা সহ নৌ চলাচলের কিছু সামগ্রী৷

মালদা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরাতন মালদা ব্লকে মহানন্দা ও টাঙন নদীর মোট 12টি ঘাট রয়েছে ৷ এর মধ্যে প্রশাসন 6টি ঘাটে নৌকায় যাত্রী পারাপারের অনুমতি দিয়েছে ৷ কিন্তু খবর এসেছে, বাকি 6টি ঘাটেও লুকিয়ে যাত্রী পারাপার করছে ঘাট মালিকরা ৷ এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ঘাটে পুলিশি অভিযান চলছে ৷ আজও কয়েকটি ঘাটে অভিযান চালানো হয়৷ লোলাবাগে মহানন্দার ঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে কিছু সামগ্রীও৷

প্রশাসনের নির্দেশ না মেনেই মহানন্দা পারাপার

থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, “এই মুহূর্তে মহানন্দা বিপদসীমা ছুঁতে চলেছে ৷ নৌকায় যাত্রী পারাপার এখন বিপজ্জনক ৷ তাই অনুমতি থাকা ঘাট মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে ৷ কোনও নৌকায় 10-12 জনের বেশি যাত্রী নেওয়া চলবে না ৷ প্রতিটি যাত্রীর জন্য নৌকায় লাইফ জ্যাকেট থাকা বাধ্যতামূলক৷ কিন্তু অনেক ঘাট মালিকই এসব নির্দেশ মানছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে৷ বিষয়টি আমরা নজরে রাখছি৷”

এক ঘাট মালিক ইলিয়াস শেখ বলেন, “লকডাউন শুরুর পর তিন মাস নৌকা চলাচল বন্ধ ছিল৷ এখন ফেরি চলাচল শুরু হয়েছে৷ প্রশাসনের নির্দেশ মেনে আমার ঘাটে কোনও নৌকায় 10-12 জনের বেশি যাত্রী তোলা হচ্ছে না ৷ সকাল দশটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত ফেরি চলছে৷”

যদিও ঘাট মালিকের দাবিকে মিথ্যে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা নরেশ মণ্ডল ৷ তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে এই ঘাটে নৌকা চলাচলের কোনও অনুমতি দেওয়া হয়নি৷ কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ঘাট মালিক ফেরি চালাচ্ছেন৷ কোনও নৌকায় লাইফ জ্যাকেট নেই৷ সেসব প্রশাসনের পক্ষ থেকে ঘাট মালিকদের সরবরাহ করা হয়নি ৷ এই ঘাট থেকে মালদা থানার দূরত্ব মাত্র 100 মিটার ৷ কিন্তু পুলিশের নাকের ডগাতেই এসব বেআইনি কাজ চলছে ৷ এখন মহানন্দায় অথৈ জল ৷ কোনও দুর্ঘটনা ঘটলে প্রচুর প্রাণহানির সম্ভাবনা ৷ এই মুহূর্তে ঘাট বন্ধ রাখাই উচিত বলে আমি মনে করি ৷ কারণ, বিপদ আসতে সময় লাগে না ৷”

Last Updated :Jul 14, 2020, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.