ETV Bharat / state

মালদায় দলীয় কর্মীদের মোদি-শাহ সাজিয়ে দড়ি বেঁধে বিজয় মিছিল তৃণমূলের

author img

By

Published : May 7, 2021, 6:19 PM IST

Updated : May 7, 2021, 7:22 PM IST

In Malda victory procession of trinamool workers
মোদি-শাহ সাজিয়ে দড়ি বেঁধে বিজয় মিছিল তৃণমূলের

এই মিছিলকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । একদিকে, এদিনের বিজয় মিছিলে একাধিক কর্মীদের মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে । অন্যদিকে, দলীয় কর্মীদের দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাজিয়ে বেঁধে লাঠিপেটা করার ঘটনা নিয়ে হইচই পড়েছে জেলাজুড়ে ।

মালদা, 7 মে : দলীয় কর্মীদের নরেন্দ্র মোদি ও অমিত শাহ সাজিয়ে দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়ে বিজয় মিছিল করল তৃণমূল । এই ঘটনার পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলে ।

রাজ্যজুড়ে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে করোনা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় কর্মীদের বিজয় মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো । অথচ দলনেত্রীর নির্দেশ অমান্য করেই বিজয় মিছিল করল হরিশ্চন্দ্রপুর ব্লকের তৃণমূল নেতৃত্ব । এই মিছিলকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । একদিকে, এদিনের বিজয় মিছিলে একাধিক কর্মীদের মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে । এভাবে নির্দেশিকা অমান্য করে বিজয় মিছিল চলতে থাকলে করোনা সংক্রমণ রোখা সম্ভব হবে না তা আগেই বলেছেন বিশেষজ্ঞরা । অন্যদিকে, দলীয় কর্মীদের দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সাজিয়ে বেঁধে লাঠিপেটা করার ঘটনা নিয়ে হইচই পড়েছে জেলাজুড়ে । বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ব্লক বিজেপি নেতৃত্ব ।

তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের কুশিদা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ায় পুরো এলাকা আনন্দে মেতে উঠেছে । আজ আমরা স্থানীয়দের নিয়ে বিজয় মিছিল করলাম । নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ তথা কুশিদা অঞ্চল থেকে বিজয় মিছিলের মাধ্যমে বের করে দিলাম । কারণ আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না ।"

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ইংরেজবাজার, আহত দুই পক্ষের 5

তৃণমূলের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন বিজেপির হরিশ্চন্দ্রপুর মণ্ডল সভাপতি রূপেশ আগারওয়াল । তিনি বলেন, "বিষয়টি আমি নিজেও দেখলাম । তাঁদের কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাজিয়ে গোরু-গাধার মতো পেটানো হল । তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি কী সেটা আরও একবার টের পাওয়া গেল । জনসাধারণ নিজেদের রায় দিয়েছেন । হয়তো আগামী দিনে মানুষ নিজেদের ভুল বুঝতে পারবেন ।"

Last Updated :May 7, 2021, 7:22 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.