ETV Bharat / state

Durga Puja 2023: বোধনের আগেই পুড়ে ছাই প্রতিমা ও মণ্ডপ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 10:03 PM IST

Durga Puja 2023
Etv Bharatবোধনের আগেই পুড়ে ছাই প্রতিমা ও মণ্ডপ

বোধনের আগেই ভষ্মীভূত পুজো মণ্ডপ ৷ পঞ্চমীর সন্ধ্যেতেই মালদার এক দুর্গা মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ হতাহতের কোনও খবর নেই ৷ প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে ৷

বোধনের আগেই পুড়ে ছাই প্রতিমা ও মণ্ডপ

মালদা, 19 অক্টোবর: আজ উদ্বোধনের কথা ছিল ৷ তার আগেই পুড়ে ছাই হয়ে গেল প্রতিমা-সহ গোটা প্যান্ডেল ৷ বহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার রবীন্দ্র ভবন সংলগ্ন ত্রিমোহিনী মোড় এলাকায় ৷ দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে তার আগেই মণ্ডপটি পুরোপুরি পুড়ে যায় ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার-সহ জেলা পুলিশের কর্তারা ৷ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন কাউন্সিলর ৷ প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে ৷

জানা গিয়েছে, ত্রিমোহিনী মোড়ে দুর্গাপুজোর আয়োজন করেছিল আমরা সবাই ক্লাব ৷ এবার এই ক্লাবের থিম ছিল ‘ভক্তিতে শক্তি’ ৷ মণ্ডপটি তুলো দিয়ে তৈরি করা হয়েছিল ৷ আজ সন্ধে সাতটা নাগাদ হঠাৎ প্যান্ডেলে আগুন ধরে যায় ৷ ক্লাব সদস্য সহ স্থানীয়রা বিষয়টি আঁচ করার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুজো মণ্ডপ ৷ ক্লাবের সামনেই রয়েছে ট্রাফিক পুলিশের ক্যাম্প ৷ সেখান থেকে খবর যায় ইংরেজবাজার থানায় ৷ খবর যায় দমকলেও ৷ কিছুক্ষণের মধ্যেই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ আসেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব-সহ জেলা পুলিশের কর্তারা ৷

ক্লাবের সদস্য বিপুল সরকার বলেন," 12 বছর ধরে আমরা পুজো করছি ৷ আজ মণ্ডপের উদ্বোধন হওয়ার কথা ছিল ৷ তার আগেই মণ্ডপে আগুন লেগে যায় ৷ কোথা থেকে আগুন লাগল, সেটাই বুঝে উঠতে পারছি না ৷" আরও এক সদস্য অমিত মণ্ডল বলেন, "এখানে প্রচুর মানুষ ছিল ৷ ট্রাফিক পুলিশও ছিল ৷ কোথা থেকে আগুন লাগল বুঝতে পারছি না ৷ আমাদের সব শেষ হয়ে গেল ৷ এবার কীভাবে পুজো করব, সেটাই ভাবছি ৷ প্রশাসন একটু সহায়তা করলে আমরা কোনওরকমে পুজো করতে পারব ৷"

আরও পড়ুন: 104 পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মান সরকারের

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, কোনও কারণে শর্ট সার্কিট হয়ে এই আগুন লেগেছে ৷ তবে ক্লাব কর্তৃপক্ষ সমস্ত আইন মেনেই পুজোর আয়োজন করেছিল ৷ ওই এলাকাটি ইংরেজবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ৷ স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার ভাইস চেয়ারপার্সন সুমালা আগরওয়ালা জানান, আজই রাত আটটার সময় মণ্ডপের উদ্বোধনের কথা ছিল ৷ তার আগেই এই ঘটনা ঘটে গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.