ETV Bharat / state

Trains canceled: রেললাইন তৈরির জন্য বাতিল 43 জোড়া ট্রেন, রুট পরিবর্তিত আরও 15টির

author img

By

Published : May 22, 2022, 12:52 PM IST

Eastern Railway cancels diverts many trains for rail line making work
রেললাইন তৈরির জন্য বাতিল 43 জোড়া ট্রেন, রুট পরিবর্তিত আরও ১৫টির

রেললাইন তৈরির জন্য বাতিল করা হল 43 জোড়া ট্রেন (Trains canceled)৷ 15টি ট্রেনের রুট পরিবর্তন করা হল (Eastern Railway cancels trains)৷

মালদা, 22 মে: তৃতীয় রেললাইন তৈরির জন্য 83 জোড়া মেইল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল (Trains canceled)। রুট পরিবর্তন করা হয়েছে 15টি ট্রেনের । বাতিল হয়েছে মালদা (Malda news) ডিভিশনের বেশ কয়েকটি ট্রেনও । 26 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বেশ কিছু মেইল ও এক্সপ্রেস ট্রেন ।

রেল (Eastern Railway cancels trains) সূত্রে জানা গিয়েছে, মালদা ডিভিশনের 13011/13012 মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 28 মে থেকে 31 মে পর্যন্ত বাতিল করা হয়েছে । বাতিল হয়েছে 13053/13054 হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (27 মে থেকে 31 মে পর্যন্ত), 13063/13064 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13141/13142 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13145/13146 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (25 মে, 27 মে ও 28 মে), 15959 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (28 মে ও 29 মে), 15961 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (27 মে ও 30 মে), 15962 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (26 মে), 13163 শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (27 মে ও 28 মে), 13164 সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস (28 মে ও 29 মে), 13169 শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (26 মে), 13170 সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস (27 মে), 15722 নিউ জলপাইগুড়ি-দীঘা এক্সপ্রেস (27 মে), 15721 দীঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (28 মে)।

আরও পড়ুন: Bandel Railway Station : আগামিকাল থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন ; ক্ষোভ যাত্রীদের

রেললাইন তৈরির জন্য আরও বাতিল হয়েছে, 13466/13465 মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 15644 কামাক্ষা-পুরী এক্সপ্রেস (26 মে), 15643 কামাক্ষা-পুরী এক্সপ্রেস (28 মে), 13033/13034 হাওড়া-কাটিহার এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13159 কলকাতা-যোগবাণি এক্সপ্রেস (27 মে), 13160 যোগবাণি-কলকাতা এক্সপ্রেস (28 মে), 13153 শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (26 মে থেকে 29 মে পর্যন্ত), 13154 মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 03101 শিয়ালদা-কামাক্ষা সামার স্পেশাল (27 মে), 03102 কামাক্ষা-শিয়ালদা সামার স্পেশাল (28 মে), 05754/05753 নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (27 মে), 08518/08517 গুয়াহাটি-কলকাতা স্পেশাল (28 মে এবং 29 মে) ও 03129/03130 নিউ জলপাইগুড়ি-শিয়ালদা সামার স্পেশাল (26 মে এবং 27 মে)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.