ETV Bharat / state

Chanchal Road Accident: মোটরবাইকে ধাক্কা বাসের, পরীক্ষা দিতে যাওয়ার পথে চাঁচলে মৃত্যু কলেজ পড়ুয়ার

author img

By

Published : Jan 9, 2023, 6:02 PM IST

Chanchal Road Accident
প্রতীকী ছবি

মোটরবাইকে বেপরোয়া বাসের ধাক্কা, পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু কলেজ ছাত্রীর (College Student Died in Road Accident) । গুরুতর আহত আরও এক পরীক্ষার্থী। যার জেরে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এর আগেও এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে চলাচলকারী বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। সেই কারণে প্রায়শই এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

পরীক্ষা দিতে যাওয়ার পথে চাঁচলে মৃত্যু কলেজ পড়ুয়ার

মালদা, 9 জানুয়ারি: পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর (College Student Died in Road Accident) । গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে (Malda Medical) চিকিৎসাধীন আরও এক পড়ুয়া। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচলের গোবিন্দপাড়া সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ৷ যার জেরে জাতীয় সড়ক অবরোধ (Roadblock) করেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শামীম মিনারা পারভিন (21)। দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রীর নাম মুসকান আরজু (21)। দু'জনেই চাঁচলের কালিগঞ্জ গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রী চাঁচল কলেজের পড়ুয়া। সোমবার থেকে চাঁচল কলেজের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। ওই দুই পরীক্ষার্থীর সিট পড়েছিল সামসি কলেজে। মুসকানের দাদা মতিউর রহমানের মোটরবাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন ওই দুই পরীক্ষার্থী।

গোবিন্দপাড়া সংলগ্ন হাইস্কুলের সামনে 81 নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনজনই মোটরবাইক থেকে ছিটকে পড়েন। পিছনের চাকার তলায় পড়ে যাওয়া শামীম মিনারা পারভিনকে পিষে দেয় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীম মিনারার। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সকলকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। কর্তব্যরত চিকিৎসকরা শামীম মিনারাকে মৃত ঘোষণা করে মুসকানকে মালদা মেডিক্যালে রেফার করে দেন।

আরও পড়ুন: চালকের স্ট্রোক হওয়ায় লরির পিছনে ধাক্কা মারল বাস, দেখুন সিসিটিভি ফুটেজ

অন্যদিকে, ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় চাঁচল থানার পুলিশ। মতিউর রহমান বলেন, "আমার মোটরবাইকে বোন ও বোনের বান্ধবী সামসি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। আমি রাস্তার এক ধার দিয়ে আস্তেই গাড়ি চালাচ্ছিলাম। উলটোদিক থেকে একটি বাস দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ি আমার মোটরবাইকে ধাক্কা মারে। আমরা তিনজনেই ঘটনাস্থলে পড়ে যায়। বাসটি বোনের বান্ধবীকে পিষে দেয়। বর্তমানে বোনের অবস্থাও ভালো নয়।"

স্থানীয় বাসিন্দা লাল মহম্মদ বলেন, "গোবিন্দপাড়া স্ট্যান্ড এলাকায় স্কুলের সামনে একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক পরীক্ষার্থী। এর আগেও এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। এই রাস্তা দিয়ে চলাচলকারী বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। সেই কারণে প্রায়শই এই ঘটনা ঘটে। প্রশাসন বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি। গাড়ির চালককে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।"

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলল নকশালবাড়ির চা কারখানা, পুড়ে খাক 60 লক্ষের জিনিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.