ETV Bharat / state

Fire in Tea Factory: দাউ দাউ করে জ্বলল নকশালবাড়ির চা কারখানা, পুড়ে খাক 60 লক্ষের জিনিস

author img

By

Published : Jan 9, 2023, 7:08 AM IST

Updated : Jan 9, 2023, 7:24 AM IST

Etv Bharat
চা কারখানায় আগুন

মধ্যরাতে আগুন কাঞ্চনজঙ্ঘা চা কারখানায় (Fire in Tea Factory) ৷ দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক হয়ে গেল প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার জিনিস ৷ এমনটাই জানিয়েছে মালিকপক্ষ ৷

নকশালবাড়িতে চা কারখানায় আগুন

নকশালবাড়ি, 9 জানুয়ারি: মাঝরাতে চা কারখানায় আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহরে । রবিবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের কাঞ্চনজঙ্ঘা চা ফ্যাক্টরিতে আচমকায় আগুন লেগে যায় (Fire Breaks Out in a Tea Factory in Naxalbari) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মাঝরাতে আচমকা কাঞ্চনজঙ্ঘা চা কারখানা থেকে আগুনের শিখা বেরোতে দেখেন স্থানীয়রা ৷ বিপুল পরিমাণ চা সেখানে মজুত করা ছিল । শুকনো দাহ্য পদার্থ বেশি থাকায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে । খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন । সেটি পৌঁছে কিছুক্ষণ আগুন নেভানোর কাজ করার পরই জল শেষ হয়ে যাওয়ায় তা পূরণ করতে ফিরে যায় । এরমধ্যেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়তে থাকে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ-সহ ফাঁসিদেওয়া, নকশালবাড়ি ও খড়িবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী । এদিকে দমকল চলে যাওয়ার পর স্থানীয় মানুষ ও চা শ্রমিকরা আগুন নেভানোর কাজে নেমে পড়েন । কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাঁদের চেষ্টা বিফলে যায় । এর ঘণ্টাখানেক বাদে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : শিলিগুড়িতে পানীয় জল প্রকল্পে বরাদ্দ নিয়ে মেয়র ও বিধায়কের তরজা

তবে তারমধ্যেই কারখানার মেশিন ও মজুত থাকা সামগ্রীর 90 শতাংশ পুড়ে খাক হয়ে যায় । প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের । অন্যদিকে, কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত ছিল না বলেও অভিযোগ উঠেছে । দমকল দেরিতে আসায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরে স্থানীয়দের একাংশ ৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও কী করে কারখানায় আগুন লাগলো তা নিয়ে ধন্দে রয়েছে দমকল বিভাগ । যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ।

এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নকশালবাড়ি দমকল কেন্দ্র কোনও কাজের নয় । তাদের জন্যই আগুন ভয়াবহ আকার ধারণ করে । পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই আগুন নেভাতে চলে এসেছিল দমকল । ডিএসপি অচিন্ত্য গুপ্তের কথায়, "আগুন নিয়ন্ত্রণে এসেছে । কী করে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে ।" সভাধিপতি অরুণ ঘোষের বক্তব্য, "রাতের অন্ধকারে ক্ষতির পরিমাণ জানা যাবে না ৷ সকালে ফের আসব । খুবই দুঃখজনক ঘটনা ।"

আরও পড়ুন : 9 জানুয়ারি থেকে দার্জিলিংয়ে শুরু রুবেলা টিকাকরণ

Last Updated :Jan 9, 2023, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.