ETV Bharat / state

Clash in Malda তেরঙার অবমাননাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

author img

By

Published : Aug 17, 2022, 7:54 PM IST

Updated : Aug 17, 2022, 9:07 PM IST

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা হাতে রাজনৈতিক দলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ মালদায় (Clash continues in Malda) । প্রতিবাদে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ তারপরেই 10 বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ (Allegation of Disrespectful attitude towards National Flag) ৷

Etv Bharat
Etv Bharat

মালদা, 17 অগস্ট: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দোষীদের গ্রেফতারির দাবিতে আট ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ রাজ্য সড়ক । পুলিশি কাজে বাধা দেওয়া ও রাজ্য সড়ক অবরোধ করার অভিযোগে 10 জনকে গ্রেফতার করল পুলিশ (Clash in Malda) । তারপরেই শান্তিরক্ষকদের এই ভূমিকায় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । অন্যদিকে, এই ঘটনাকে বিজেপি ও আরএসএসের চক্রান্ত বলে দাবি করেছে তৃণমূল । ফলে স্বাধীনতা দিবসের 48 ঘণ্টা কেটে যাওয়ার পরেও তরজা অব্যাহত রাজ্য-রাজনীতিতে (Clash continues in Malda) ৷

স্বাধীনতা দিবসের দিনই ইংরেজবাজারের কাজীগ্রাম এলাকায় কিছু যুবককে মারধর ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে (Disrespectful attitude towards National Flag) । 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ইংরেজবাজার থানায় । অভিযোগের 24 ঘণ্টা পরেও দোষীরা গ্রেফতার না হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার ঘোড়াপীর মোড় সংলগ্ন এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা । 8 ঘণ্টার বেশি সময় ধরে চলে অবরোধ । এই ঘটনার পরেই 10 জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ (Allegation of Disrespectful attitude towards National Flag) ।

অবরোধের অভিযোগে ধৃত এক ব্যক্তির স্ত্রী শম্পা ঋষি বলেন, "স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকার অবমাননা করা হয়েছিল । দোষীদের গ্রেফতারির দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছিলাম । মঙ্গলবার রাত 1.30 নাগাদ পুলিশ বাড়িতে এসে দরজা ভেঙে আমার স্বামীকে তুলে নিয়ে যায় ।"

তেরঙার অবমাননাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার

আরও পড়ুন : জাতীয় পতাকা হাতে রাজনৈতিক স্লোগান ঘিরে সংঘর্ষ ইংরেজবাজারে

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, "স্বাধীনতা দিবসের দিন উৎসবে সামিল হওয়া যুবকদের ওপর আক্রমণ ও জাতীয় পতাকার অবমাননা অত্যন্ত নিন্দনীয় ঘটনা । কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা তার থেকেও বেশি ঘৃণ্য । আমরা এতদিন পুলিশকে দলদাস বলছিলাম, কিন্তু এখন দেখছি পুলিশ দলদাসের থেকেও নিচে নেমে গিয়েছে । দোষীদের গ্রেফতার করার বদলে যারা এই সমাজবিরোধীদের গ্রেফতারির দাবিতে অবরোধ করল, রাতের অন্ধকারে পুলিশ তাঁদের গ্রেফতার করল । যে তৃণমূলের উপপ্রধানের নেতৃত্বে জাতীয় পতাকার অবমাননা করা হল, সে আজ মাথা উঁচু করে এলাকায় ঘুরে বেড়াচ্ছে । তাহলে রাজ্যের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে । আমরা এর বিরুদ্ধে গণ আন্দোলনের চিন্তাভাবনা করছি ।"

বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, "গতকাল প্রায় আট ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ চলে । কেউ কোনও অভিযোগ করলে সেই অভিযোগের যদি তদন্ত না হয়, সেটা তো ঠিক হবে না । আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি । তদন্তে যাঁরা দোষী প্রমাণিত হবে, তাঁদের শাস্তির ব্যবস্থা করার দাবিও জানাব আমরা ।"

আরও পড়ুন : জাতীয় পতাকার অবমাননা, দোষীদের গ্রেফতারির দাবিতে আট ঘণ্টা ধরে অবরোধ রাজ্য সড়ক

অন্যদিকে, গোটা ঘটনাকে বিজেপি ও আরএসএসের চক্রান্ত বলে দাবি করেছে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু । তিনি বলেন, "সাধারণ মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিজেপি ও আরএসএস এই অবরোধ করিয়েছে । জাতীয় পতাকা অবমাননার কোনও ঘটনা ঘটেনি । আমাদের কাছে খবর এসেছে, একপক্ষ জাতীয় পতাকা নিয়ে মিছিল করে যাওয়ার সময় রাজনৈতিক স্লোগান দিচ্ছিল । রাজনৈতিক স্লোগানের বিরোধীতা করায় স্থানীয়দের সঙ্গে বচসা-গণ্ডগোল হয় । আমাদের দলের উপপ্রধান সেখানে ছিলেন । তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছিলেন । পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে। জাতীয় পতাকার অবমাননা তৃণমূল কোনওদিনই সহ্য করবে না ।"

Last Updated : Aug 17, 2022, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.