ETV Bharat / city

Clash in Malda জাতীয় পতাকা হাতে রাজনৈতিক স্লোগান ঘিরে সংঘর্ষ ইংরেজবাজারে

author img

By

Published : Aug 15, 2022, 6:09 PM IST

সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় । জাতীয় পতাকা হাতে রাজনৈতিক স্লোগান দেওয়ায় একদল যুবককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে (clash in Malda English Bazar) ৷

Malda english bazar clash
সংঘর্ষ ইংরেজবাজারে

মালদা, 15 অগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা হাতে রাজনৈতিক দলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ মালদায় (clash in Malda English Bazar)। ঘটনায় আহত কমপক্ষে 14 জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়। প্রতিবাদে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে 'সিংহবাহিনী' নামে এক সংগঠনের প্রায় 15-16 জন যুবক মোটরবাইক নিয়ে মিছিল করছিল। মোটরবাইকে জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনটির পতাকাও ছিল । কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত মোড়ে মিছিল পৌঁছতেই ওই যুবকেরা জয় শ্রীরাম স্লোগান দেয়। এ নিয়ে স্থানীয় কিছু মানুষের সঙ্গে বিবাদ বাঁধে তাঁদের । অভিযোগ, এরপরেই ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে স্থানীয়রা একজোট হয়ে সিংহবাহিনীর যুবকদের গ্যারাজে ঢুকিয়ে মারধর করতে থাকে । খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই যুবকদের উদ্ধার করে । তাদের মধ্যে 10-12 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

ঘটনার খবর পেয়ে আক্রান্তদের পরিবারের লোকজন-সহ স্থানীয়রা কুলিপাড়া এলাকা সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । মালদা মেডিক্যালে চিকিৎসাধীন এক যুবকের মা এই ঘটনা প্রসঙ্গে বলেন, "পাড়ার ছেলেরা চণ্ডীপুর এলাকায় মিছিলে গিয়েছিল। সেখানে স্থানীয় তৃণমূলের উপপ্রধান মণ্টুর লোকজন তাঁদের মারধর করে । গাড়িতেও ভাঙচুর চালায় ওরা । এখন আমার ছেলে হাসপাতালে ভরতি রয়েছে ।"

জাতীয় পতাকা হাতে রাজনৈতিক শ্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ ইংরেজবাজারে

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফিরহাদের

অন্যদিকে, কাজিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মণ্টু ইসলাম বলেন, "আজ স্বাধীনতা দিবস । আমরা হিন্দু-মুসলিম সকলে একত্রিত হয়ে এই দিনটি উদ্‌যাপন করছি । কিছু দুষ্কৃতী কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত মোড়ে মোটরবাইকে করে এসে রাজনৈতিক স্লোগান দিতে থাকে। বিজেপি জিন্দাবাদ-মোদিজি জিন্দাবাদ, জয় শ্রীরাম বলে স্লোগান দিতে থাকে । স্থানীয়রা আজকের দিনে তাদের এই স্লোগান দিতে নিষেধ করে । ওরা যে মারধরের অভিযোগ করছে, তা ভিত্তিহীন। এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে । আমরা চাইছি প্রশাসন ঘটনার তদন্ত করুক।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.