ETV Bharat / state

জমি কেনাবেচার জন্য সালিশি সভা, গুলি-বোমাবাজিতে আহত 7

author img

By

Published : Jan 16, 2021, 5:45 PM IST

জমি কেনা বেচা নিয়ে চলছিল সালিশি সভা । তারই মাঝে শুরু হয় বাকবিতণ্ডা । পরে বোমাবাজি ও গুলি চলে ওই সভায় । 7 জন আহত হয়েছেন । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

গ্রামের সালিশি সভায় বোমাবাজি
গ্রামের সালিশি সভায় বোমাবাজি

মালদা, 16 জানুয়ারি : গ্রামের সালিশি সভায় চলল বোমা ও গুলি ৷ একইসঙ্গে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগও উঠেছে ৷ আজ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের নতুন ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নঘরিয়া গ্রামের নাদাপ পাড়ায় ৷ ঘটনায় আহত হয়েছে সাতজন ৷ তাদের মধ্যে একজনকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷ এই ঘটনায় শাসকদলেরই দুই গোষ্ঠী একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক বাসিন্দার জমি নিয়ে গোটা ঘটনার সূত্রপাত ৷ গ্রামের বাসিন্দা তাফির নাদাপের মৃত্যুর পর তাঁর সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ হয়ে যায় ৷ তাফির সাহেবের এক মেয়ের কাছ থেকে পৈতৃক জমির অংশ কিনে নেয় এক ছেলে ৷ এনিয়ে তাঁর ছেলেদের মধ্যে বিবাদ শুরু হয় ৷ সেই বিবাদ মেটাতে গ্রামে এর আগেও সালিশি সভা হয়েছে ৷ সালিশি সভার বিচার দুই ভাই মেনেও নেয় ৷ কিন্তু তারপরেও এনিয়ে বিবাদ চলতে থাকে ৷

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনাও ছড়িয়েছিল ৷ অভিযোগ, গ্রামের পঞ্চায়েত সদস্যের শওহর লাকি নাদাপের জন্য সেদিন গ্রামে উত্তেজনা ছড়িয়েছিল ৷ গোটা ঘটনা নিয়ে আজ ফের গ্রামের সরকারি দরগায় সালিশি সভা বসে ৷ সেই সভাতেই চলে ইটবৃষ্টি সহ বোমাবাজি, চলে গুলি ৷ গ্রামের একটি বাড়িতে ভাঙচুর ও লুটেরও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় দাউদ শেখ নামে এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছে ৷ তাঁকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷ আহত হয়েছে আরও ছ’জন ৷

আরও পড়ুন : এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা

এনিয়ে মহম্মদ আবদুল আরেফ ওরফে লাকি নাদাপ বলেন, “এই ঘটনায় পঞ্চায়েত প্রধান রহিমা বিবির শওহর জাহিদুল শেখ মূল জড়িত ৷ ঘটনার সূত্রপাত এক পরিবারের জমি বিবাদ নিয়ে ৷ সমস্যা মেটাতে আমরা গ্রামের লোক আলোচনায় বসেছিলাম ৷ সমস্যার সমাধানও করা হয়েছিল ৷ ঠিক হয়েছিল, দুই ভাই মোট 80 হাজার টাকায় বোনের ভাগের পৈতৃক জমি কিনে নেবে ৷ কিন্তু এরপর বোনের পরিবার গ্রামে পুলিশ নিয়ে আসে ৷ পুলিশ জমির দাম আরও 10 হাজার টাকা বাড়িয়ে দেয় ৷ সেটাও সবাই মেনে নেয় ৷ গত পরশু এনিয়ে আলোচনায় বসা হয়েছিল ৷ কিন্তু সেখানে একজন আমাদের দিকে বিচার নিয়ে আঙুল তোলে ৷ সেদিন আমাকে গালিগালাজ করায় আমি মোড়ল হিসাবে তাকে এক চড় মেরেছিলাম ৷ তার প্রেক্ষিতে আজ ওরা আমার বিরুদ্ধে বিচার বসানোর চেষ্টা করে ৷ পরিকল্পনামাফিক এটা করা হয়েছে ৷ আমার মতো ওরাও তৃণমূল করে ৷ আজ সালিশি সভায় এসেই প্রধানের শওহর ও তার লোকজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়, বোমাবাজি করে ৷ বরাতজোরে আমরা সবাই প্রাণে বেঁচেছি ৷ এরসঙ্গে একটি কাপড়ের ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের পাশাপাশি বাড়ি ভাঙচুরও করা হয়েছে ৷ আমরা এর বিচার চাই ৷”

আরও পড়ুন : গাংনাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি

এদিকে প্রধানের শওহর জাহিদুল শেখ বলেন, “পৈতৃক জমির বিষয় নিয়ে এক্রাম নাদাপ ও সাদুল নাদাপের সঙ্গে তাদের বোনের ঝামেলা চলছিল ৷ এনিয়ে দেড় মাস আগে মিলকি ফাঁড়িতে অভিযোগ দায়ের করাও হয় ৷ পুলিশ গ্রামে গিয়ে বিচার করে আসে ৷ গত পরশু লাকি নাদাপ তার বাড়িতে দু’পক্ষকে ডাকে ৷ এক্রামকে সে বলে, 90 হাহার টাকায় ওই জমি পাওয়া যাবে না ৷ দেড় লাখ টাকা দিতে হবে ৷ তখন এক্রামরা লাকিকে বলে, তোমার বাড়িতে বিচার মানব না ৷ হয় প্রধানের বাড়ি কিংবা গ্রামের সরকারি দরগায় এর বিচার হবে ৷ একথা শুনেই লাকি, এক্রামদের মারধর করে ৷ এরপর গ্রামবাসীরা বিষয়টির নিষ্পত্তি করতে আজ গ্রামে সালিশি সভার আয়োজন করে ৷ সেখানে লাকি ও তার দলবল বোমাবাজি করে, গুলি চালায় ৷ সভায় থাকা লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে ৷ ওরা কোনও দল করে না ৷ ওরা দালালি করে ৷ ওর বাড়িতে ডালুবাবু যান, মৌসম নুর যান, সিপিএমের নেতারাও যান ৷ ওদের কোনও রাজনৈতিক পরিচয় নেই ৷”

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ তবে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামে পুলিশ গিয়েছিল ৷ গোটা ঘটনার পুলিশি তদন্তও শুরু হয়েছে ৷ পুলিশ গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.