ETV Bharat / state

Women Tortured: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ

author img

By

Published : Jul 22, 2023, 12:38 PM IST

Updated : Jul 22, 2023, 1:04 PM IST

A Video of two women being stripped Naked and beaten has gone viral: দুই মহিলাকে যথেচ্ছ মারধর করা হচ্ছে ৷ জামাকাপড় ছিঁড়ে বিবস্ত্র করে দেওয়া হচ্ছে ৷ টুইটারে এই ভিডিয়ো পোস্ট করেছেন অমিত মালব্য-সহ বিজেপির একাধিক নেতা ৷ তাঁদের দাবি, ঘটনাস্থল মালদা ৷ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ ৷

Women Torture
Women Torture

মালদা, 22 জুলাই: মণিপুরের ছবি কি এবার মালদাতেও ? সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ক্লিপ সেই প্রশ্নই তুলে দিয়েছে ৷ এই নিয়ে শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ যদিও ঘটনাটি মালদার কি না, তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ তবে এই নিয়ে গতকাল শুক্রবার রাতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে ৷ আজ ঘটনাস্থলে তদন্তে গিয়েছেন মালদার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আবু বক্কর ও ডিএসপি (ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং) আজহারউদ্দিন খান ৷

দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো ভাইরাল: সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় ৷ তার মধ্যে প্রমীলা বাহিনী দুই মহিলাকে বেধড়ক মারধর করছেন ৷ চলছে জুতোপেটাও ৷ ঘটনাস্থলে রয়েছেন সিভিক ভলান্টিয়াররাও ৷ তাঁদের মধ্যে এক সিভিক আবার মহিলা ৷ কিন্তু মাত্র দু’জন সিভিক ভলান্টিয়ার অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ৷ মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ার উপক্রম ৷ একসময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন ৷ গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করেন অসংখ্য মানুষ ৷ তার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি ৷

আরও পড়ুন: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা

বিজেপির দাবি: বিজেপি নেতা অমিত মালব্য তাঁর টুইটে দাবি করেছেন, 19 জুলাই মালদার বামনগোলা থানার পাকুয়াহাটে এই ঘটনাটি ঘটেছে ৷ তার পর একে একে অন্য বিজেপি নেতারা ভিডিয়ো টুইট করতে থাকেন ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ অনেকে ভিডিয়োটি শেয়ার করেন ৷ সুকান্ত মজুমদার সরাসরি বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-কে নিশানা করেন ৷ এই নিয়ে বিরোধী জোট প্রতিবাদ করবে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি ৷ বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকেও পোস্ট করা হয় ওই ভিডিয়োটি ৷ সেখানে দাবি করা হয়, ‘‘মণিপুরের ঘটনা নিয়ে সরব হলেও বাংলার এই ঘটনা নিয়ে আশ্চর্যরকম ভাবে মুখ্যমন্ত্রী নিশ্চুপ ।’’

মালদা জেলা পুলিশের বক্তব্য: গতকাল বামনগোলা থানার পুলিশ প্রথমে দাবি করেছিল, সেখানে এমন কোনও ঘটনা ঘটেনি ৷ যদিও সময় গড়ানোর সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ক্লিপ জেলা পুলিশকর্তাদের নজরে আসে ৷ নড়েচড়ে বসেন তাঁরা ৷ আজ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব ইটিভি ভারতকে বলেন, “বিষয়টি নজরে আসার পর আমরা গতকাল রাতেই একটি সুয়োমোটো মামলা রুজু করেছি ৷ ঘটনার পুলিশি তদন্ত শুরু করা হয়েছে ৷” পুলিশ সুপার এর থেকে বেশি কিছু না জানালেও আজ সকালে তদন্তের স্বার্থে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আবু বক্কর ও ডিএসপি (ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং) আজহারউদ্দিন খান ৷

এই ঘটনাটি আদৌ পাকুয়াহাটে ঘটেছে কি না, তা পুলিশি তদন্তে জানা যাবে ৷ কিন্তু ওই হাটে মাঝেমধ্যেই ছিনতাইবাজদের মারধরের ঘটনার কথা শোনা যায় ৷ পাকুয়াহাট মালদা জেলার অন্যতম বড় হাট ৷ প্রতি মঙ্গলবার সেই হাট বসে ৷ প্রতি হাটেই ছিনতাইবাজরা সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ ৷ শুধু পুরুষ নয়, মহিলা ছিনতাইবাজদের চক্রও সেখানে যথেষ্ট সক্রিয় বলে জানাচ্ছেন স্থানীয়রা ৷ এর আগে মহিলা ছিনতাইবাজরা পুলিশের হাতেও ধরা পড়েছে বলে খবর ৷ তবে যাই হোক না কেন, প্রকাশ্য জায়গায় মারতে মারতে মহিলাকে বিবস্ত্র করে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই ৷

আরও পড়ুন: বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তাল বামনগোলা থানা এলাকা, পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া মহিলাদের

Last Updated :Jul 22, 2023, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.