ETV Bharat / state

গাজোলে প্রার্থী বদলের দাবি, বিক্ষোভ বিজেপির কর্মীদের

author img

By

Published : Mar 19, 2021, 11:04 PM IST

bengal election 2021
মালদার গাজোলে বিজেপি প্রার্থী ঘোষণা নিয়ে বিক্ষোভ

প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত বিজেপি শিবিরে ৷ গাজোলে দলীয় নির্বাচনি কার্যালয় ভাঙচুরে নেতৃত্ব দিলেন জেলা পরিষদ সদস্য৷ ভাঙচুর দলের জেলা দপ্তরেও৷

মালদা, 19 মার্চ : দলীয় প্রার্থী নিয়ে বিজেপি নেতা-কর্মীদের ক্ষোভ অব্যাহত ৷ আজ ক্ষুব্ধ কর্মীরা দলের জেলা দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ভাঙচুর চালান ৷ ভাঙচুর চলেছে গাজোলে দলের নির্বাচনি কার্যালয়েও ৷ এই বিক্ষোভ কবে মিটবে জানে না কেউ ৷

গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মালদার বিভিন্ন অংশে বিজেপি কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে ৷ দলীয় দপ্তর ভাঙচুরের ঘটনা ঘটে পুরাতন মালদা, মানিকচক, গাজোল ও হরিশ্চন্দ্রপুরে ৷ একাধিক জায়গায় টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ আজ দলের জেলা দপ্তরে প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখায় পুরাতন মালদা, মানিকচক ও সুজাপুরের নেতা-কর্মীরা ৷ সেই সময় অবশ্য জেলা বিজেপি সভাপতি কিংবা শীর্ষস্থানীয় কারও দেখা পাওয়া যায়নি ৷ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্ষিপ্ত কর্মীরা দপ্তরের চেয়ার-টেবিলে ভাঙচুর চালান ৷

তবে আজ ভাঙচুরের বড় ঘটনা ঘটে গাজোলে ৷ সেখানে বিজেপির জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারের নেতৃত্বে বামনগোলা মোড়ে থাকা নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ৷ কোদাল দিয়ে ভাঙা হয় দপ্তরের সব কিছু৷ বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা চিন্ময় দেব বর্মনকে কিছুতেই প্রার্থী মানবে না ৷

আরও পড়ন : প্রার্থী তালিকা ঘোষণার পরেই মালদায় বিক্ষোভ বিজেপি কর্মীদের, পার্টি অফিস ভাঙচুর

সাগরিকাদেবী বলেন, “পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে অবহেলিত গাজোল ৷ তার মধ্যেও গত পঞ্চায়েত নির্বাচনে আমরা গাজোলের ছটি গ্রাম পঞ্চায়েত দখল করেছি৷ এই ছটি অঞ্চলের প্রতিটিতে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে চিন্ময় দেব বর্মন৷ তার সঙ্গে রয়েছে সুজিত সরকার সহ এলাকার ঠিকাদাররা৷ তারা প্রতিটি এলাকা থেকে কাটমানি খাচ্ছে ৷ অথচ এই চিন্ময় দেব বর্মনকেই এখানে প্রার্থী করা হয়েছে ৷ এই প্রার্থীকে আমরা মানছি না৷ এই দালালকে এখান থেকে সরাতে হবে ৷ এই প্রার্থীকে বহাল রাখা হলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করানো নিয়ে চিন্তাভাবনা করব ৷ তবে কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রার্থীকে ঠিক করেনি ৷ এটা গাজোলের কিছু দালালই করেছে৷ তারা কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়েছে ৷ আমাদের আশা আছে, কেন্দ্রীয় নেতৃত্ব এর বিচার করবে ৷”

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.