ETV Bharat / state

BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর

author img

By

Published : Sep 6, 2020, 10:54 PM IST

Bangladeshi trafficker shot dead by BSF
ফেনসিডিল

বৈষ্ণবনগর থানার অন্তর্গত গোলাপনগর BOP-তে যখন টহল দিচ্ছিলেন জওয়ানরা তখনই ঘটনাটি ঘটে৷ কাফ সিরাপ ও বাংলাদেশি পাচারকারীর মৃতদেহ গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF।

মালদা, 6 সেপ্টেম্বর : BSF-এর গুলিতে মৃত্যু হল বাংলাদেশি মাদক পাচারকারীর। ঘটনায় সামান্য আহত হয়েছেন এক জওয়ান। ঘটনাস্থান থেকে 75 টি কাফ সিরাপের বোতল উদ্ধার করেছে BSF। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গোলাপনগর BOP-এর 16 নম্বর গেট সংলগ্ন এলাকায়।

গতকাল রাতে বৈষ্ণবনগর থানার অন্তর্গত গোলাপনগর BOP-তে টহল দিচ্ছিলেন কয়েকজন জওয়ান৷ সেই সময় তাঁরা কয়েকজন সন্দেহভাজনকে দেখেন৷ ভারতের দিক থেকে 10-12 জন মাদক পাচারকারী কাফ সিরাপ নিয়ে সীমান্তের দিকে আসছিল। উলটো দিক থেকে কয়েকজন বাংলাদেশিও সীমান্তের কাছাকাছি আসছিল একই সময়। এরই মধ্যে কর্তব্যরত জওয়ানদের দেখতে পান জওয়ানরা৷ তাঁরা সীমান্তের কাঁটাতারের কাছেই কাফ সিরাপের বোতল ফেলে পালায়৷ বাংলাদেশি চোরা কারবারিরা সেই কাফ সিরাপ নিয়ে পালানোর চেষ্টা করলে BSF জওয়ানরা তাদের ধাওয়া করেন। সেই সময় বাংলাদেশিরা ভারতীয় জওয়ানদের উপর হাঁসুয়া নিয়ে হামলা চালায়। হাঁসুয়ার কোপে সামান্য আঘাত পান এক জওয়ান। আত্মরক্ষায় ওই জওয়ান পাম্প অ্যাকশন গান ফায়ার করে। এরপরই বাংলাদেশিরা পালাতে শুরু করে। যদিও সামান্য দূরে গিয়েই এক বাংলাদেশি মাটিতে লুটিয়ে পড়ে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করে BSF। উদ্ধার হওয়া 75 বোতল কাফ সিরাপ ও ওই বাংলাদেশির মৃতদেহ গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF।

মৃত বাংলাদেশি পাচারকারীর নাম বাদশা শেখ (25)। বাদশা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা।

BSF-এর 24 নম্বর ব্যাটেলিয়নের কমাড্যান্ট অনিল কুমার হটকার জানান, "জওয়ানদের তৎপরতায় কারবারিরা খালি হাতে ফিরে গিয়েছে। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জিরো ট্র্যাফিকিং ক্যাম্পিং জারি রয়েছে। আহত জওয়ান যদি আত্মরক্ষার্থে ওই রাউন্ড ফায়ার না করত তবে ওই জওয়ানের মৃত্যু পর্যন্ত হতে পারত।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.